জামাল খান || জিবি নিউজ ||
বিভিন্ন সূত্রের বরাতেই জানা যাচ্ছিল যে সিলেটের মেয়র পদে প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরানের বিকল্প হিসাবে আওয়ামী লীগ আনোয়ারুজ্জামান চৌধুরীকেই ভাবছে।
এবার তা নিশ্চিত হল। দলীয় হাইকমান্ডই বিষয়টি নিশ্চিত করেছেন। সিলেট সিটি করপোরেশনের মেয়র পদে আগামী নির্বাচনে আওয়ামী লীগের তুরুপের তাস হতে যাচ্ছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকই।
বৃহস্পতিবার ( ২৬ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি আনোয়ারুজ্জামান চৌধুরীকেই নিশ্চিত করেছেন স্বয়ং আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন খবরে সিলেটের আওয়ামী ঘরানার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। বিশেষ করে আনোয়ারুজ্জামান চৌধুরীর কর্মি-সমর্থকদের মধ্যে।
সিলেট সিটি করপোরেশনের মেয়র পদটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দখলেই ছিল। তখন দলটির ভরসা ছিলেন প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরান। এরপর দলীয় অভ্যন্তরিন নানা সমস্যায় সেটি হাতছাড়া হয়ে যায়।
এবার তা উদ্ধারে আওয়ামী লীগ হাত বাড়িয়েছে আনোয়ারুজ্জামান চৌধুরীর দিকে। গত কয়েকদিন ধরে সিলেটজুড়ে তাকে নিয়ে চলছে আলোচনা। কেন্দ্রীয় আওয়ামী লীগ তাকে সিলেটের মেয়র নির্বাচনে মনোনয়ন দিচ্ছে বলে বেশ জোরালো আওয়াজ শোনা যাচ্ছিল রাজনৈতিক মহল এবং গণমাধ্যমে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আনোয়ারুজ্জামান চৌধুরী গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছিলেন। তখন নানা বিষয়ে আলোচনা হয়। তারই এক পর্যায়ে সিলেট সিটি করপোরেশনের নির্বাচন প্রসঙ্গও উঠে।
সৌজন্য সাক্ষাত শেষে বেরিয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে আনোয়ারুজ্জামান চৌধুরী নিজেই বিষয়টি পরিস্কার করেছেন। জানিয়েছেন, আগামী সিসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তাকেই প্রতিদ্ব›দ্বীতার জন্য বলেছেন প্রধানমন্ত্রী। এ ব্যাপারে এখনই কাজ শুরু করার নির্দেশনাও পেয়েছেন তিনি।
এর আগে তিনি সৌজন্য সাক্ষাত করেন দলীয় সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে।
এমনিতে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা হিসাবে নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। তবে একজন সাবেক ছাত্রলীগ নেতা হিসাবেও সিলেটের রাজপথের পরিচিত মুখ ছিলেন তিনি। রাজনীতির আঁকাবাঁকা পথগুলো তার মুখস্ত। আর তাই যুক্তরাজ্য আওয়ামী লীগের সাথে জড়িত থাকলেও তিনি সিলেটের আওয়ামী রাজনীতিতে সবসময়ই যথেষ্ট প্রভাবশালী হিসাবে বিখ্যাত।
সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনের সর্বস্তরের জনগনের অত্যন্ত প্রিয়মুখ আনোয়ারুজ্জামান চৌধুরী। সিলেট মহানগরীতেও তার অনুসারী দলীয় নেতাকর্মী এবং রাজনীতির বাইরের সাধারণ মানুষের সংখ্যা প্রচুর। সাথে যোগ করুন তার রাজনৈতিক মেধা ও কঠোর পরিশ্রমের মানসিকতা।
এসব কিছুর যোগফল হিসাবেই সিলেটের মেয়রের পদটি পুনরুদ্ধারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আনোয়ারুজ্জামন চৌধুরীর উপরই নির্ভর করছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন