জিবিনিউজ 24 ডেস্ক //
ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে সালমান খানের সম্পর্ক নিয়ে হাজার একটা জল্পনা সর্বত্র ছড়িয়ে পড়লেও, অভিনেতার জীবনে ঘিরে রয়েছে একাধিক অভিনেত্রীর আনাগোনা। যার মধ্যে অন্যতম ছিলেন জুহি চাওলা। অবাক হলেও এটাই সত্যি, যে সালমান খান এক সময় জুহিকেই বিয়ে করতে চেয়েছিলেন।
জানা যায়, জুহিকে বেশ পছন্দ ছিল সালমান খানের। প্রেম নয়, সরাসরি বিয়ের প্রস্তাবই দিয়েছিলেন সালমান।
ঠিক কী ঘটেছিল? সালমান খান এক সাক্ষাৎকারে নিজের প্রেম ও জুহিকে নিয়ে একাধিক তথ্য ফাঁস করেন। যেখানে তিনি বলেছিলেন, জুহি মিষ্টি মেয়ে।
তিনি জানান, প্রথম থেকেই নাকি ভালো লাগতো জুহিতে। যদিও মূল অভিনেতা-অভিনেত্রী হিসেবে তাদের দর্শকেরা কখনই এক সঙ্গে পাননি।
কিন্তু সালমান জুহিকে পছন্দ করতেন। তার পরিবারের কাছে পৌঁচ্ছেও গিয়েছিল সালমানেরবিয়ের প্রস্তাব। কিন্তু জুহির বাবা তা ফিরিয়ে দেন।
সালমান যা নিয়ে কথা বলতে বিন্দুমাত্র দ্বিধা বোধ করেননি। পাশাপাশি তিনি জানান, কেন তিনি আর জুহি কোনো দিন এক সঙ্গে ছবি করেননি।
তার কথায়, জুহি নাকি নিজে কখনই চাননি, যে তিনি সালমানের বিপরীতে অভিনয় করবেন। জুহি তাকে পছন্দ করতেন না।
যদিও তাদের ১৯৯৭ সালে একটি ছবিতে কয়েকমুহূর্তের জন্যে এক সঙ্গে দেখা যায়। সেই শুরু আর সেই শেষ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন