এমসি কলেজে তরুণী গণধর্ষণ: ৪ জনের ছাত্রত্ব ও সার্টিফিকেট বাতিল

জিবিনিউজ 24 ডেস্ক //

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় সাইফুর, রনি, রবিউল ও মাহফুজের ছাত্রত্ব এবং সার্টিফিকেট বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সোমবার এমন তথ্য জানিয়েছেন একাধিক সূত্র।

গত ২৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৭ টার দিকে সিলেট এমসি কলেজের হোস্টেলে ওই তরুণীকে গণধর্ষণ করেছে মহানগর ছাত্রলীগের কয়েকজন কর্মী। এ ঘটনায় ৬ জনকে আসামি করে এসএমপির শাহপরাণ থানায় মামলা দায়ের করেন নির্যাতিত ওই তরুণীর স্বামী মাইদুল ইসলাম।

 

মামলার এজাহারভুক্তরা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার উমেদনগরের রফিকুল ইসলামের ছেলে তারেকুল ইসলাম তারেক (২৮), হবিগঞ্জ সদরের বাগুনীপাড়ার মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে শাহ মো. মাহবুবুর রহমান রনি (২৫), জকিগঞ্জের আটগ্রামের কানু লস্করের ছেলে অর্জুন লস্কর (২৫), দিরাই উপজেলার বড়নগদীপুর (জগদল) গ্রামের রবিউল ইসলাম (২৫) ও কানাইঘাটের গাছবাড়ি গ্রামের মাহফুজুর রহমান মাসুম (২৫)। এছাড়া আরও ৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

ইতিমধ্যে এজাহারভুক্ত সকল আসামীসহ ৮ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা সবাই আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। আদালতও তাদের জবানবন্দি রেকর্ড করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন