ঢাকা মহানগর দক্ষিণ দোকান মালিক সমিতির জাঁকজমকপূর্ণ নৌ-বিহার

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||

শত কর্মব্যস্ততার ফাঁকে শ্রান্ত মন চায় আনন্দ বিনোদনে কিছুটা সময় দূরে কোথাও হারিয়ে যেতে। ঢাকা মহানগর দক্ষিণ দোকান মালিক সমিতি তেমনি এক জাঁকজমকপূর্ণ নৌ-বিহারের আয়োজন করে ।

আজ শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ৯টায় ঢাকা মহানগর দক্ষিণ দোকান মালিক সমিতির নৌ-বিহার কমিটির আহ্বায়ক আলহাজ্ব মোঃ ইব্রাহীম ও সদস্য সচিব মোঃ নাইম হোসেইন এর নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দময় ও জাঁকজমকপূর্ণ নৌ-বিহারটি রাজধানীর সদরঘাট থেকে বিলাশবহুল জাহাজ এ্যাডভেঞ্চার-৯ করে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করে সমিতির নেতৃবৃন্দ ও তাদের পরিবার পরিজন নিয়ে। যাত্রার প্রাক্বালে সমিতির নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা রঙবেরঙের বেলুন আকাশে উড়িয়ে নৌ-বিহার যাত্রার শুভ সূচনা করেন।

নৌ-বিহারে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সাবেক সহ সভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, এফবিসিসিআই’র পরিচালক ও ঢাকা মহানগর দক্ষিন দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক আলহাজ্জ হাফেজ মো: হারুন-অর-রশিদ (সিআইপি), অ্যাডভেঞ্চার লঞ্চের মালিক এফবিসিসি আই এর পরিচালক নিজাম উদ্দিন সিআইপি, বাংলাদেশ ব্যবসায়ী ঐক্য ফোরামের সভাপতি ও  ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী আব্দুস সালাম, বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব জহির উদ্দিন ভূঁইয়া,  সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলাম মনটু, সহ-সভাপতি মনি তালুকদার, বাংলাদেশ অভ্যন্তরীণ পোশাক শিল্প সমিতির সভাপতি আলহাজ আলাউদ্দিন, বাংলাদেশ দোকান মালিক সমিতির উপদেষ্টা আজহারুল ইসলাম মাহমুদ , আলহাজ্জ শামিমুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, সহ-সভাপতি নিজামুদ্দিন জিতু, বাংলাদেশ ভোজ্য তেল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মওলা , ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি কামরুর হাসান বাবু, ঢাকা চেম্বার এর সাবেক সহ-সভাপতি হাজী আলাউদ্দিন মালিক,রংপুর মহানগর দোকান মালিক সমিতির যুগ্ন সম্পাদক তানভির আসরাফি, ঢাকা মহানগর উত্তর দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী, সাধারন সম্পাদক হুমায়ুন কবির আজাদসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

নৌ-বিহারে আগত সম্মানিত অতিথিদেরকে ঢাকা মহানগর দক্ষিণ দোকান মালিক সমিতির নৌ-বিহার কমিটির আহ্বায়ক কমিটির পক্ষ থেকে দেয়া হয় সন্মাননা ক্রেস্ট। 

যাত্রার মধ্যাহ্ন বিরতিতে এফবিসিসিআই’র পরিচালক ও ঢাকা মহানগর দক্ষিন দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক আলহাজ্জ হাফেজ মো: হারুন-অর-রশিদ (সিআইপি) মনোমুগ্ধকর সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যবসায়ী ঐক্য ফোরামের সভাপতি ও  ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী আব্দুস সালাম ও এফবিসিসিআই এর সাবেক সহ সভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। 

স্বপরিবারে আনন্দঘন নৌ-বিহার উপভোগ করার জন্য আয়োজন করা হয় জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশেষ আকর্ষণ ছিল র‍্যাফেল ড্র।এতে প্রথম পুরুষ্কার ৫০ হাজার টাকা, ২য় পুরুষ্কার ৩০ হাজার টাকা, ৩য় পুরুষ্কার ২০ হাজার টাকা। এছাড়াও আরো ছিল ৫১-টি আকর্ষণীয় পুরুষ্কার। আমন্ত্রিত অতিথি ও সমিতির সদস্যসহ প্রায় দুই হাজার লোকের সমাগম ঘটে অনুষ্ঠানস্থলে।  

নৌ-বিহারে অংশগ্রহণকারিরা নদীর কুলকুল ধ্বনিতে উদ্বেলিত ছিলেন প্রতিটি ক্ষণ। নিবিড়ভাবে অবলোকনের সাথে সাথে হৃদয় কাড়া গানে আপ্লুত ছিলেন সকলে।

সকালের নাস্তা, জুম্মার নামাজ, মুখরোচক দুপুরের খাবার, বিকালের নাস্তায় গরম জিলাপি, সিঙ্গারা, পিঠা, চটপটি, কফি, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, রেফেল ড্র, আড্ডা বাজি সবকিছুই মিলে নৌ-বিহারটি সফল ভাবে আতশবাজির মধ্য দিয়ে শেষ হয়। 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন