সদ্যোজাত সন্তান কোলে নিয়েই গুগল থেকে চাকরি হারালেন কেট

 জিবিনিউজ24ডেস্ক// 

সম্প্রতি প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইন্টারন্যাশনাল কোম্পানি। এর মধ্যে এমন অনেকেই আছেন, যারা প্রতিষ্ঠানটিতে ২০ বছরেরও বেশি সময় কাজ করছেন। অনেকে ছুটিতে থাকা অবস্থায়ও এ ছাঁটায়ের খবর পেয়েছেন। অনেকে হাসপাতালের বিছানায় শুয়েও গুগলের এ চাকরি হারিয়েছেন।

সামাজিক মাধ্যমে অনেকেই চাকরি হারানোর অভিজ্ঞতা শেয়ার করেছেন। এদেরই একজন সদ্য মা হওয়া নারী কর্মী কেট হাওয়েলস। গত ১০ বছর ধরে গুগলে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন তিনি।

লিঙ্কডইনে গুগলের এ সাবেক কর্মী জানান, গত ১৯ জানুয়ারি দ্বিতীয় সন্তানের জন্ম দেন তিনি। আর তার ঠিক পরপরই চাকরি হারিয়েছেন তিনি। সন্তান জন্মের সেই খুশির মুহূর্তেই চাকরি হারানোর খবর পান তিনি। 

নিউ ইয়র্কের বাসিন্দা কেট আরও জানান, নিউ ইয়র্কে জীবনযাত্রার খরচ অভাবনীয়। আপাতত ফিনিক্স, অ্যারিজোনাতে সপরিবার চলে যাবেন তিনি।

সন্তানসম্ভবা আরেক নারী জানান, গুগল থেকে বরখাস্ত হয়েছেন তিনিও। ৮ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে কেন এভাবে ছাঁটাই করা হল, সেই প্রশ্নই  তুলেছেন তিনি। 

এদিকে গত বছরের অক্টোবর থেকেই অবশ্য ব্যাপক হারে কর্মী ছাঁটাই শুরু করেছে ইন্টারনেটভিত্তিক বিভিন্ন কোম্পানি। ইতোমধ্যে অ্যামাজন ছাঁটাই করছে ১৮ হাজার কর্মী, মেটা ১১ হাজার কর্মী, মাইক্রোসফট ১০ হাজার কর্মীকে, সেলসফোর্স ৮ হাজার কর্মীকে, এইচপি ৬ হাজার কর্মী, টুইটার ৩৭০০ কর্মী এবং সিগেট ৩ হাজার কর্মীকে ছাঁটাই করেছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন