শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন বাংলাদেশ নিরাপধ থাকবে : শফিকুর রহমান চৌধুরী

ওসমানীনগর প্রতিনিধি::
সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, জননেত্রী শেখ হাসিনা যত দিন বেচেঁ থাকবেন, যতদিন ক্ষমতায় থাকবেন বাংলাদেশ নিরাপধ থাকবে। বাংলাদেশের মানুষ আজকে মাতা উচুঁ করে দাড়িঁয়েছে। দেশে উন্নয়নে ভরপুর চলছে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আমরা সবাই ঐক্য বদ্ধ হয়ে কাজ করে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। নৌকা ছাড়া উপায় নাই! নৌকা আমাদের জাতীয় মার্কা,নৌকা আমাদের মুক্তিযোদ্ধের প্রতিক,স্বাধীনতার প্রতিক ,বাঙ্গালেিদর প্রতিক। এই নৌকায় ভোট দিলে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে।
রবিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সিলেটের ওসমানীনগরে শীতার্তদের মধ্যে নিজ ত্রাণ তহবিল থেকে  শীতবস্ত্র বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতদরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় গৃহহীন মানুষদের জন্য ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। এছাড়া অন্ন, বস্ত্র, শিক্ষা ও চিকিৎসার উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে সরকার।
উপজেলার তাজপুরস্থ ডাক বাংলয় ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান পীর মজনু মিয়া, সাবেক চেয়ারম্যান হারুন মিয়া, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সাবেক চেয়ারম্যান ফারুখ আহমদ, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পিনাক পানি ভট্টাচার্য্য, আলাউর রহমান আলা, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, মহিলা সম্পাদিকা শাহমিমা আক্তার ঝিনু, লন্ডন মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, সাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসকন্দর আলী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মহিমা সুলতানা সুমি, উপজেলা সেচ্ছা সেবক লীগের সভাপতি চ ল পাল, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সুজন মাহমুদ। 
সভার শুরুতে পবিত্র কোর আন থেকে তিলাওয়াত করেন উপজেলা অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি তখলিছ আলী ও গীতা পাঠ করেন উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক ডি.কে জয়ন্ত। সভায় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন