মানুষের ভালোবাসা নিয়ে বাচঁতে চাই -পীর মিসবাহ এমপি 

সুনামগঞ্জ প্রতিনিধি:-

সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ সড়কের ২০ কোটি টাকা ব্যায়ে পুনর্বাসন কাজের উদ্বোধন করা হয়েছে।

 রোববার বিকালে সুনামগঞ্জ- জামালগঞ্জ সড়কের আম্বর পয়েন্ট হতে সংগ্রামপুর পর্যন্ত ১৬ কিলোমিটার সড়ক মেরামত ও পুনর্বাসন কাজের উদ্বোধন করেন,জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।

সড়ক মেরামতের কাজ উদ্বোধন শেষে আম্বর পয়েন্টের পাশে স্থানীয় বাসিন্দাদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় ,জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ এমপি বলেন, বন্যায় সুনামগঞ্জের সড়ক যোগাযোগের ব্যাপক ক্ষতি হওয়ায় ভোগান্তিতে পড়েন এই অঞ্চলের লক্ষাধিক মানুষ। তাদের সেই ভোগান্তিতে দূর করতে আজকে ২০ কোটি টাকা ব্যায়ে এই সড়ক মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে। তিনি বলেন, সুনামগঞ্জের মানুষের কষ্টে থাকা মানেই আমি কষ্টে থাকা। কারণ এই মানুষদের সাথে আমার আত্মার সম্পর্ক যা কখনও চিন্ন হওয়ার নয়। শুধু তাই নয়, আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর কথা দিয়েছিলাম আমার নির্বাচনী এলাকাকে আর অবহেলিত থাকবে না। এটাকে আমি আধুনিক মডেল এলাকা হিসেবে নির্মাণ করব। আজকে আমার নির্বাচনী পুরো এলাকায় জুড়ে আমি উন্নয়ন করছি। যেখানে রাস্তা নেই সেখানে রাস্তা নির্মাণ করছি। এমনকি আমার বাড়ির দরজা সব সময় খুলা রাখি যাতে কোন মানুষ কোন সমস্যায় নিয়ে আমার বাড়ির দরজার সামনে থেকে ফিরে না আসে। আমি এই এলাকার মানুষের ভালোবাসা নিয়ে বাচঁতে চাই। তাদের সাথে নিয়ে সুনামগঞ্জের উন্নয়ন করতে চাই। 

মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো.আশরাফুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়াম্যান মনির উদ্দিন মনির,গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, জাপা নেতা সাজ্জাদুর রহমান সাজু, আব্দুল কদ্দুস, ইউপি সদস্য সালেক মিয়া, ইউপি সদস্য আব্দুস সোবাহান , ইউপি সদস্য মতিন মিয়া, হাসিন মিয়া, আব্দুল জব্বার, আশরাফ মিয়া প্রমুখ।

 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন