ভুলে ভরা বই বাতিল করুন : জাতীয় নারী আন্দোলন


শিক্ষা সিলেবাস ২০২৩-এর ‘ভুলে ভরা’ এবং ‘বিতর্কিত’ বই বাতিলের দাবী জানিয়েছে জাতীয় নারী আন্দোলন সভাপতি মিতা রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জীবন নাহার ও সাংগঠনিক সম্পাদক কাকলি রহমান।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তারা এ দাবী জানান।

তারা বলেন, শিক্ষার হার বৃদ্ধিতে বিনা মূল্যে পাঠ্যবই পৌঁছানো ইতিবাচক ভূমিকা রেখেছে। কিন্তু শিক্ষার্থীদের হাতে ভুলে ভরা ও নিম্নমানের বই বিতরণ সেই আশা পূরনে জটিলতা সৃষ্টি করছে।

নেতৃবৃন্দ বলেন, ধীরে ধীরে শিক্ষা ব্যবস্থাকে বানিজ্যের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে যা কোন শুভ লক্ষণ নয়। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সরকার এত ঢাকঢোল পিটিয়ে শিক্ষার উন্নয়নের যেসব ফিরিস্তি দিচ্ছে তা শুভঙ্করের ফাঁকি ছাড়া আর কিছু না।

তারা শিক্ষা বানিজ্য বন্ধের দাবিতে শিক্ষায় জাতীয় বাজেটের ৬ শতাংশ বরাদ্দ ও শিক্ষাক্রম ২০২৩ বাতিল এবং ভুলে ভরা পাঠ্যপুস্তক বাতিল করে নতুন বছরে মানসম্মত বই সরবরাহের দাবি জানান।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন