‘পাকিস্তানে মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি হয়েছে’

gbn

  জিবিনিউজ24ডেস্ক//  

এশিয়ার দেশ পাকিস্তানের মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে দাবি করেছে ভারত। সোমবার (৩০ জানুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার সংস্থায় এমন দাবি করেন ভারতীয় স্থায়ী মিশনের প্রথম সচিব পবন বধ।

তিনি বলেছেন, পাকিস্তানে মুসলিম সংখ্যালঘু শিয়া, হাজারা সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে সহিংসতা এবং নিপীড়ন চালানো হচ্ছে।

পবন বধে আরও বলেছেন, ‘বালুচিস্তান, সিন্ধ, খাইবার পাখতুনখোয়ার মানুষ অব্যাহতভাবে রাজনৈতিক নিপীড়নের শিকার হচ্ছেন এবং তাদের মানবাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।

ভারতীয় এ কূটনীতিক আরও দাবি করেছেন, পাকিস্তানে বিচারবহির্ভূত অপহরণ, গুম, বিধিবহির্ভূত আটক এবং নির্যাতনের মাধ্যমে মানবাধিকার কর্মী, রাজনৈতিক কর্মী এবং সাংবাদিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে।

তিনি বলেন, ‘পাকিস্তানের প্রতি ভারত আহ্বান জানাচ্ছে তারা যেন সংখ্যালঘুদের নিপীড়ন, ব্লাসফেমি আইনের অপব্যবহার বন্ধ ও রাজনীতিবিদদের ওপর নির্যাতন বন্ধ করে।’

এছাড়া জঙ্গিবাদের বিরুদ্ধেও শক্ত অবস্থান নিতে পাকিস্তানের প্রতি আহ্বান জানান পবন বধ।

পাকিস্তানে যদি কেউ ধর্মবিদ্বেষী কথা বা কটুক্তি করেন তাহলে তার বিরুদ্ধে ব্লাসফেমি আইনে মামলা করা হয়। ভারতীয় কূটনীতিক পবন বধের দাবি, এই আইনের অপব্যবহার করে পাকিস্তানে অনেক মানুষকে হত্যা করা হয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন