জিবিনিউজ24ডেস্ক//
অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় স্বাস্থ্য সম্পর্কে অনেক বেশি সচেতন। তার ইনস্টাগ্রামের দিকে চোখ রাখলেই বোঝা যায় জিমে তিনি বেশ সময় দিচ্ছেন জিমে। বিক্রমের এই পরিশ্রমের পেছনে একজনের অনুপ্রেরণা রয়েছে।
জিমে তোলা একটি সেলফি পোস্ট করে বিক্রম লিখেছেন, আবারও প্রস্তুতি শুরু। এক জন পুরুষ যদি ৫৭ বছর বয়সে করতে পারে, তা হলে তো আমাদের আর কোনো পথ খোলা নেই।
শাহরুখ খানের রোম্যান্সের যেমন ভক্ত মেয়েরা তেমনই ‘পাঠান’-এ ৫৭ বছরের শাহরুখের চেহারা দেখে মুগ্ধ নতুন প্রজন্মের নায়করাও। শাহরুখের প্রতি ভালবাসার প্রতিফলনই দেখা গেল বিক্রমের ইনস্টাগ্রামে।
ইনস্টাগ্রামে নিয়মিত পোস্ট করেন বিক্রম। সুন্দর সুন্দর পোশাকে বিক্রমকে দেখে মুগ্ধ তার ভক্তরাও। এ বিষয়ে অবশ্য বিক্রমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার টিমের অভিযোগ, আমি কেন কম অ্যাক্টিভ। তাই মাঝেমাঝে ছবি দিই। এটাই নাকি এই যুগের চল। তাই আজকাল ছবি দিতে হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন