জিবিনিউজ24ডেস্ক//
বছর কয়েকের প্রেমপর্ব চুকিয়ে সাত পাকে বাঁধা পড়ছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি জুটি।
জানা গেছে, ৪-৬ ফেব্রুয়ারি জয়সালমেরের সূর্যগড় প্রাসাদে বসবে জমকালো এ বিয়ের আসর। অতিথি হিসেবে থাকবেন বর-কনের খুব কাছের ও ঘনিষ্ঠ আত্নীয়রা। সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে আমন্ত্রিতের তালিকায় নাম আছে মাত্র ১০০-১২৫ জনের। যাদের মধ্যে রয়েছেন করণ জোহর, মনিশ মালহোত্রা, শহিদ কাপুর, মীরা রাজপুত প্রমুখ।
এদিকে বিয়ের সময় পুরো সূর্যগড় প্রাসাদ থাকবে বুকড। সম্ভবত সেই সময় বাইরের অতিথিদের প্রবেশের অনুমতি নেই রাজকীয় এই হোটেলে।
জেনে নিন সূর্যগড় প্রাসাদের ব্যাপারে কিছু তথ্য-
১০০ অতিথির জন্য এই প্যালেসের প্রায় ৮০টি ঘর বুক করা হয়েছে। সূর্যগড় প্রাসাদের অফিসিয়াল ওয়েবসাইটমতে এখানে মোট ৮টি ক্যাটাগরির রুম রয়েছে। ২৮ হাজার থেকে ভাড়া শুরু।
থর হাভেলি মানে সবচেয়ে দামি রুমের ভাড়া ১ লাখ ৩০ হাজার। যেখানে রয়েছে ৩টি ঘর। একসঙ্গে থাকতে পারেন সর্বোচ্চ ৬জন। বিয়ের পর এখানেই কী তাহলে প্রথম রাতটা কাটাবেন কিয়ারা-সিদ্ধার্থ!
এছাড়াও জয়সেলমের হাভেলির এক রাতের ভাড়া ৯৫ হাজার, সূর্যগড় স্যুটের এক রাতের খরচ ৭৫ হাজার।
সিদ্ধার্থ-কিয়ারার নিকটাত্মীয় ও বন্ধু-বান্ধবরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলেই শোনা যাচ্ছে। মনে করা হচ্ছে কিছু অতিথি সোজাসুজি প্রাইভেট জেট নিয়ে ভেন্যুতে হাজির হবেন। কাউকে কাউকে আবার বিমানবন্দরেই দেখা যাবে।
উল্লেখ্য, ২০২১ সালে স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পায় সিদ্ধার্থ-কিয়ারা অভিনীত ‘শেরশাহ’ ছবিটি। এই ছবিতে অভিনয় করার সময়ে পরস্পর প্রণয়ে আবদ্ধ হন পর্দার এই প্রেমিক জুটি। অবশেষে চলতি মাসেই তা পরিণয়ে রূপ নিচ্ছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন