পুলিশ হেফাজতে রায়হান হত্যার বিচার চাই : জাতীয় জনতা ফোরাম

gbn



জাতীয় জনতা ফোরামের প্রতিষ্ঠাতা আহবায়ক, সাংবাদিক ইউনিয়ন নেতা মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার ও সদস্য সচিব ডাক্তার শাকিলুর রহমান  এক বিবৃতিতে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশ হেফাজতে রায়হান আহমদকে নির্যাতন করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে।

মঙ্গরবার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে তারা এই দাবী জানান।

তারা বলেন, পুলিশ ফাঁড়িতে নিয়ে মাত্র ১০ হাজার টাকার জন্য নৃশংসভাবে নির্যাতন করে রায়হানকে হত্যা কিসের ইঙ্গি বহন করে। এর পর কি সাধারণ মানুষের আর নিজেদের নিরাপদ মনে করতে পারে ? হত্যা করেই শেষ নয়, বরং এই হত্যাকান্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পুলিশের নানা ধরনের কর্মকান্ড প্রশান করে তারা মানুষের সকল আস্থার জায়গা ধ্বংস করে ফেলেছে। পুলিশ ফাঁড়িতে নির্যাতনকারী ব্যক্তিদের পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে। মামলা করা হলেও নির্যাতনকারীদের গ্রেপ্তার করা হচ্ছে না। যা অত্যান্ত দু:খজনক।

নেতৃদ্বয় অবিলম্বে আসামি চিহ্নিত করে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়ে বলেন, যে পুলিশ  মানুষের রক্ষক হবার কথা আজ সেই পুলিশই ভক্ষক। মাত্র ১০ হাজার টাকার জন্য রায়হানকে হত্যা করে তা–ই প্রমাণ করেছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন