‘নিশ্চয়ই হাথুরুর কাছে অনেক জাদুর কাঠি আছে’

  জিবিনিউজ24ডেস্ক//  

চট্টগ্রামের মুখোমুখি হওয়ার আগেই চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফে কোয়ালিফাই করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৬ উইকেটে হারিয়ে তারা পয়েন্ট টেবিলে নিজেদের আরও এগিয়ে রাখল। এরপর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন তাদের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন। 

চলতি মাসেই বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব নিয়ে আসার কথা রয়েছে চন্ডিকা হাথুরুসিংহের। ফলে জাতীয় দলের কোচ হয়ে  তিনি দ্বিতীয়বারের মতো ফিরছেন।

এ প্রসঙ্গে প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন, ‘আমার মনে হয়, আমরা যেভাবে হাথুরুসিংহেকে চেয়েছি, তার কাছে নিশ্চয়ই অনেক জাদুর কাঠি আছে। কারণ তা না হলে এভাবে আমরা... কেউ একজন হঠাৎ করে চলে গেছে, তাকে আবার আমরা জোর করে আনছি। নিশ্চয়ই জাদুর কাঠি বা কিছু আছে। তা আপনারাই ভালো বলতে পারবেন, আমি জানি না। তবে নিশ্চয়ই সবাই আশা করে অনেক ভালো ফল হবে।’

 

হাথুরুসিংহের সহকারী কোচ কে হবেন সেটা নিয়েও চলছে জল্পনা-কল্পনা। এ পদে বেশ কয়েকজন ইন্টারভিউ দিতে আসবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। তবে কি সালাউদ্দিন এই পদে কাজ করতে আগ্রহী। জবাবে তিনি বলেছেন, ‘আমার মনে হয়, বোর্ডের যারা চাকুরে আছে, তাদের থেকে নিলে সবচেয়ে ভালো হয়। তারা অনেক দিন ধরে বোর্ডে কাজ করছেন। বিভিন্ন কোচের সঙ্গে কাজ করছেন। তারা আসলে হাথুরুসিংহে সম্পর্কে জানে। তারা হয়তো তাকে বেস্ট সার্ভটা দিতে পারবেন। আমি আসলে ডেভেলপমেন্টের ছেলেদের চিনি না, এমনকি এইচপির ওদেরও চিনি না। একটা জায়গায় কাজ করতে হলে সব জানা লাগবে এবং সেই কোচটা সম্পর্কে ধারণা থাকতে হবে।’

সালাউদ্দিন যোগ করেন, ‘হাথুরুসিংহের মানসিকতা কেমন, সে কেমন কোচ তা আমি জানি না। আমি যার সাথে কাজ করব তার ব্যাপারে আমার জানা দরকার। কারণ আমার এখন যেই বয়স, নিজে থেকে মানিয়ে নেওয়ার মানসিকতা আমারও আছে কি না আমি জানি না। গত ৫-১০ বছর ধরে প্রধান কোচ হিসেবে আমি নিজেই কাজ করছি। এখন সহকারী কোচের দায়িত্বটা আমি পারব কি না, আমার সেই ক্ষমতা আছে কি না সেটাও দেখতে হবে। কারণ সহকারী কোচদের কাজ অনেক বেশি। তো বোর্ডে যারা আছে, তাদের মধ্যে থেকে দিলে তারা সেরা ফলটা পাবে।’

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন