জিবিনিউজ24ডেস্ক//
কন্যাকুমারী থেকে কাশ্মির পর্যন্ত ভারত জোড়ো যাত্রা শেষ করে ফেরার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠালেন রাহুল গান্ধী।
সন্ত্রাসীরা বেছে বেছে কাশ্মিরি পণ্ডিতদের নিশানা করার ফলে উপত্যকায় আতঙ্ক ও হতাশার পরিবেশ তৈরি হয়েছে বলে রাহুল জানিয়েছেন।
একই সঙ্গে তিনি এও জানিয়েছেন যে গোটা দেশকে ভালোবাসা ও ঐক্যের সূত্রে বাঁধতেই এই যাত্রা করেছিলেন। রাহুল বলেছেন, এই যাত্রায় জম্মুতে তিনি কাশ্মিরি পণ্ডিতদের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছিলেন। তারা অভিযোগ জানান, সরকারি অফিসাররা তাদের কাশ্মির উপত্যকায় কাজ করতে যেতে বাধ্য করছেন। কিন্তু নিরাপত্তার গ্যারান্টি ছাড়া এ ভাবে জোর করাটা নিষ্ঠুরতা।
পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত কাশ্মিরি পণ্ডিত কর্মচারীদের অন্য কাজে লাগানো যেতে পারে।
কাশ্মিরি পণ্ডিতদের নিরাপত্তার পাশাপাশি জম্মু-কাশ্মিরের উপরাজ্যপাল মনোজ দিনহার বিরুদ্ধেও সরব হয়েছেন রাহুল।
প্রধানমন্ত্রীকে চিঠিতে তিনি লিখেছেন, কাশ্মিরি পণ্ডিতদের সম্পর্কে উপরাজ্যপালের ‘ভিখারি’ শব্দের ব্যবহার দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়।
স্থানীয় প্রশাসনের এই অসংবেদনশীল মনোভাব প্রধানমন্ত্রীর জানা রয়েছে কি
না, রাহুল তা নিয়েও প্রশ্ন তুলেছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন