জিবিনিউজ24ডেস্ক//
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা রামপালে অবস্থিত মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন করেছেন। শনিবার (৪ ফেব্রুয়ারি) খুলনা বিভাগ সফরের দ্বিতীয় দিনে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন করেন তিনি।
ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট ভারত সরকারের কনসেশনাল ফাইন্যান্সিং স্কিমের অর্থায়নে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। যার সিংহভাগই দেশটির এক্সিম ব্যাংক প্রদান করছে।
২০২২ সালের সেপ্টেম্বরে ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পাওয়ার প্ল্যান্টটির ফেইজ-১ উদ্বোধন করেন এবং ইতোমধ্যেই তা বাংলাদেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে। প্রকল্পটির ফেইজ-২ শিগগিরই সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
হাইকমিশন বলছে, মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট ভারত ও বাংলাদেশের মধ্যে সুগভীর মৈত্রী ও সহযোগিতার একটি দৃঢ় বহিঃপ্রকাশ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন