বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি ||
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বাণিজ্যিক এলাকা হিসেবে খ্যাত, ব্যস্ততম জনবহুল ঢাকা- সিলেট মহা সড়কের পাশ্ববর্তী ঐতিহ্যবাহী আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি'র অনেক প্রতীক্ষিত ৩য় দ্বি-বার্ষিক নির্বাচন আজ (৫ ফেব্রুয়ারী) রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-সিলেট মহাসড়কের আন্ত:জেলা দু'পাশের বাস স্ট্যান্ডের গুরুত্বপূর্ণ স্থান পুরো বাজার এলাকা ও ভোট কেন্দ্রের সামনের গেইট ও তার আশপাশ সহ বাজারের অলি-গলিতে পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে।
সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ক্যাম্পাসে ভোট গ্রহণ চলবে। এ নির্বাচনে ভোটার
৩৩৭ জন। এতে প্রতিদ্বন্দ্বীতা করছেন ১৭জন প্রার্থী৷ নির্বাচনের পূর্বেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন যুগ্ম সাধারণ সম্পাদক পদে একক পদপ্রার্থী শেখ নোমান আহমদ, প্রচার সম্পাদক রাজু আহমদ ও দপ্তর সম্পাদক সুব্রত পাল৷
এতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সাবেক সভাপতি মুরশেদ আহমদ হারিকেন প্রতীক নিয়ে, এবং ছাতা মার্কা নিয়ে মোঃ নুরুল হক ৷ সহ সভাপতি পদে আব্দুল গফ্ফার চৌধুরী বেলাল চেয়ার প্রতীক ও টেলিফোন মার্কা নিয়ে দুরুদ মিয়া৷ সাধারণ সম্পাদক পদে হরিন মার্কা নিয়ে মোঃ রুহেল আহমদ হরিণ ও চার্কা মার্কা নিয়ে সাইদুর রহমান৷ সাংগঠনিক সম্পাদক পদে জাহাজ মার্কা নিয়ে আরশ আলী ও মাছ মার্কা নিয়ে সাইফুর রহমান৷ কোষাদক্ষ পদে মোঃ আবুল কাশেম মাছ মার্কা নিয়ে ও আম মার্কা নিয়ে মোশাররফ হোসেন চৌধুরী। এবং সদস্য পদে ৪ জন, রিপন দেব ইমন কবুতর মার্কা, কামরুল ইসলাম চৌধুরী ফুটবল মার্কা, সৌরভ আহমেদ কলস মার্কা ও রিবু আহমেদ ঘোড়া মার্কা নিয়ে।
নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে প্রধান নির্বাচন কমিশন হিসেবে রয়েছেন, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী আব্দুল হামিদ নিকছন, সহকারী নির্বাচন কমিশন পদে দায়িত্ব পালন করছেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দুধু মিয়া চৌধুরী, শিক্ষানুরাগী মোঃ কনর মিয়া, সমাজ সেবক আব্দুর রকিব ও আব্দুল জব্বার৷
এ নির্বাচনকে ঘীরে গত এক সপ্তাহ ধরে হাট বাজারের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, ফার্মেসী,
পান দোকান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চলছে ব্যবসায়ীদের মধ্যে চুল-ছেঁড়া বিশ্লেষণ৷ কে হাসবে বিজয়ের হাসি?
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন