ঐশ্বরিয়ার যত্নে নিজেকে সঁপে দিতে চান অভিষেক

 জিবিনিউজ24ডেস্ক//  

পর্দা রসায়ন গলে বাস্তবেও ধরা দেয় যে প্রেম। সে প্রেমে মজে ২০০৭ সালে সাত পাকে বাঁধা পড়েন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। তারপর থেকে পারস্পরিক বোঝাপড়ায় গড়ে উঠেছে ভালোবাসার সংসার। সংসারে কলেবর বেড়েছে। একমাত্র সন্তান আরাধ্যর বয়সও এখন এগারোর ঘরে।

ক্যালেন্ডারের হিসাব বলছে, আজ (৫ ফেব্রুয়ারি) অভিষেকের জন্মদিন। ৪৭ বছর পূর্ণ হলো অভিনেতার। ঐশ্বরিয়ার চোখে আজও তিনি ‘রুচিশীল, শৌখিন, সৌম্য-শান্ত মানুষ।’ বিয়ের পর একসঙ্গে মণি রত্নমের ‘রাবণ’-এ অভিনয় করেছিলেন জুটি। তাদের জীবনে উপহার হয়ে এসেছে কন্যা আরাধ্য। এই দীর্ঘ পথ চলায় ঐশ্বরিয়ার সান্নিধ্য কীভাবে ছায়া দিয়েছে অভিষেককে? জানালেন নায়ক।

তার কথায়, ‘আমায় আত্মবিশ্বাসী করেছে, আমার স্ত্রী ঐশ্বরিয়া। আগে আমার মধ্যে সেই মর্যাদাবোধ ছিল না। পরিবারের সবচেয়ে ছোট আমি। বড় দিদির বিয়ে হয়ে গেছে অনেক আগে। ঐশ্বরিয়া আমাকে সিংহীর মতো আগলে রেখেছে। আগে আমি কোনো কিছুতে থাকতাম না। দায়িত্ব নিতাম না। কিন্তু বিয়ের পর স্বাভাবিকভাবেই বুঝতে পারি, দায়িত্ব নিতে ভালো লাগছে। আমি এখন সেই দায়িত্ববান পুরুষ, যে তার স্ত্রীর খেয়াল রাখে, তার যত্নে নিজেকে সঁপে দিতে চায়।’

প্রসঙ্গত, অ্যামাজন প্রাইম ভিডিও সিরিজ ‘ব্রিদ: ইনটু দ্য শ্যাডোজ’-এর দ্বিতীয় সিজনে আবার ফিরেছেন অভিষেক। আগামীতে তাকে দেখা যাবে ‘ভোলা’ ছবিতে। অন্যদিকে ঐশ্বরিয়া দক্ষিণের হিট ছবি ‘পোন্নিয়িন সেলভান ১’-এর জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। চলতি বছরের ২৮ এপ্রিল এটির দ্বিতীয় পর্ব মুক্তি পাবে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন