জিবিনিউজ24ডেস্ক//
বাংলাদেশের শ্রমমান উন্নয়ন ও অধিকারের বিষয়ে আলোচনা করতে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা সফরে আসার কথা ছিল গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমবিষয়ক মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী কারা ম্যাকডোনাল্ডের। তার সফরটি আপাতত স্থগিত করা হয়েছে।
রোববার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিন দিনের সফরে মঙ্গলবার রাতে ঢাকায় আসার কথা ছিল মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর। ৮ ফেব্রুয়ারি বাংলাদেশের শ্রম খাতসংশ্লিষ্ট অধিকারকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক নির্ধারিত ছিল ম্যাকডোনাল্ডের। পরদিন ৯ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে ম্যাকডোনাল্ডের বৈঠক করার কথা ছিল। একই দিন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল তার।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন