জিবিনিউজ24ডেস্ক//
শিবনায়ারণ চন্দরপল। ক্রিকেটের খোঁজ-খবর রাখেন, তাদের কাছে নামটি খুব পরিচিত হওয়ারই কথা। টেস্ট ইতিহাসে অষ্টম সর্বোচ্চ রানের মালিক তিনি। ১৬৪ টেস্ট খেলে প্রায় ১২ হাজার রান করেছেন। লম্বা ওই ক্যারিয়ারে দুটি ডাবল সেঞ্চুরিও করেছেন তিনি। সেঞ্চুরি আছে ত্রিশটি। ২০১৫ সালে জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছিলেন তিনি। সেই চন্দরপলের ছেলে তেজনায়ারণ চন্দরপল এবার বাবার পথে হাঁটছেন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন।
জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টে ওপেনিংয়ে নেমে ২০৭ রানের অনবদ্য এক ইনিংস খেলেছেন তেজনায়ারণ চন্দরপল। ৪৬৭ বল খরচায় ১৬ চার ও তিন ছক্কায় সাজানো ইনিংস থেকে এমন রান এসেছে তার ব্যাট থেকে।
সবে তৃতীয় টেস্ট খেলতে নেমেছিলেন। আর তাতেই বাজিমাত। ক্যারিয়ারের প্রথম শতককে ডাবল সেঞ্চুরিতে রূপ দিলেন চন্দরপল জুনিয়র। গত বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে জাতীয় দলে অভিষেক হয় তার। দুই টেস্টে খেলে একটি ফিফটি করতে পেরেছিলেন তিনি। এবার সুযোগ পেয়েই ডাবল সেঞ্চুরি হাঁকালেন।
এদিকে, তেজনারায়ণের ডাবল সেঞ্চুরির পর চলতি টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেট হারিয়ে ৪৪৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। তার আগে অল্পের জন্য ডাবল সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন দলটির ওপেনার ও অধিনায়ক ক্রেগ আরভিন। ১৮২ রান করে সাজঘরের পথ ধরেন তিনি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন