২০০১ সাল থেকে পৃথিবীতে সংঘটিত বড় ভূমিকম্পগুলো

জিবিনিউজ24ডেস্ক//  

তুরস্ক ও সিরিয়ায় সোমবার আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এখন পর্যন্ত এ ভূমিকম্পে প্রায় সাড়ে চার হাজার মানুষের মৃত্যু হয়েছে। এ সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত দুই যুগে পৃথিবীতে আঘাত হেনেছে এমন শক্তিশালী অসংখ্য ভূমিকম্প। কিছু কিছু কম্পন ছিল সাধারণের চেয়ে শক্তিশালী।

২০০০ সাল থেকে পৃথিবীতে সংঘটিত বড় ভূমিকম্পের তালিকা:

জুন ২২, ২০২২: এদিন আফগানিস্তানে আঘাত হানে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। এতে প্রায় ১ হাজার ১০০ জন নিহত হন।

আগস্ট ১৪, ২০২১: উত্তর আমেরিকার দেশ হাইতিতে ২০২১ সালে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়। এতে প্রায় ২ হাজার ২০০ জন প্রাণ হারান।

সেপ্টেম্বর ২৮, ২০১৮: এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় ২০১৮ সালে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে প্রায় ৪ হাজার ৩০০ জন নিহত হন।

আগস্ট ২৪, ২০১৬: ইউরোপের দেশ ইতালিতে ২০১৬ সালে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে প্রায় ৩০০ জন নিহত হন।

এপ্রিল ২৫, ২০১৫: দক্ষিণ এশিয়ার দেশ নেপালে ২০১৫ সালে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় ৯ হাজার মানুষ নিহত হন। ওই ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে এটি বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ভূটান, চীনসহ আশপাশের প্রায় সব দেশে অনুভূত হয়েছিল।

আগস্ট ২, ২০১৪: চীনের ইউনান প্রদেশের ওয়েনপিংয়ে ২০১৪ সালে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ৭০০ জন নিহত হন।

সেপ্টেম্বর ২৪, ২০১৩: দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানের দক্ষিণাঞ্চলে ২০১৩ সালে আঘাত হানা ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে প্রায় ৮০০ জন নিহত হন।

মার্চ ১১, ২০১১: সে বছর জাপানে আঘাত হানে মহাশক্তিশালী ৯ মাত্রার ভূমিকম্প। সাগরের মাঝে হওয়া এ ভূমিকম্পের প্রভাবে সুনামির সৃষ্টি হয়। যা জাপান উপকূলে আঘাত হানে। ওই সুনামিতে প্রায় ২০ হাজার মানুষ মারা যান।

ফেব্রুয়ারি ২৭, ২০১০: লাতিন আমেরিকার দেশ চিলিতে ২০১০ সালে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প ও সুনামিতে ৫২৪ জন নিহত হন।

জানুয়ারি ১২, ২০১০: উত্তর আমেরিকার হাইতি ২০১০ সালেও আরেকবার ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল। সরকারি হিসাব অনুযায়ী, স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এ কম্পনে প্রায় ৩ লাখ ১৬ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

সেপ্টেম্বর ৩০, ২০০৯: ইন্দোনেশিয়ার সুমাত্রায় এ বছর ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে ১ হাজার ১০০ জন নিহত হন।

মে ১২, ২০০৮: চীনের সিচুয়ানে ২০০৮ সালে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়। এতে ৮৭ হাজার ৫০০ জন মারা যান।

আগস্ট ১৫, ২০০৭: একটি ৮ মাত্রার ভূমিকম্পে ২০০৭ সালে পেরুতে ৫০০ জন মারা যান।

মে ২৬, ২০০৬: ইন্দোনেশিয়ায় এ দিনে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ৫ হাজার ৭০০ মানুষ প্রাণ হারান।

অক্টোবর ৮, ২০০৫: পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ২০০৫ সালে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ৮০ হাজার মানুষ  প্রাণ হারান।

ডিসেম্বর ২৬, ২০০৪: ইন্দোনেশিয়ায় ২০০৯ সালের আঘাত হানে ৯ দশমিক ১ মাত্রার মহাশক্তিশালী ভূমিকম্প। ওই কম্পনের প্রভাবে ভারত মহাসাগরে সুনামির সৃষ্টি হয়। ওই অঞ্চলে অবস্থিত বেশ কয়েকটি দেশে সুনামি আছড়ে পড়ে। ভূমিকম্প ও সুনামিতে সে বছর ২ লাখ ৩০ হাজার মানুষ নিহত হন।

 ডিসেম্বর ২৬, ২০০৩: ইরানে ২০০৩ সালের ভূমিকম্পে প্রায় ৫০ হাজার মানুষ নিহত হন।

মে ২১, ২০০৩: উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় ২০০৩ সালে ৬ দশমিক ৮ মাত্রার একটি ভূকম্পন অনুভূত হয়। ওই ভূমিকম্পে প্রায় ২ হাজার ২০০ জন মারা যান।

মার্চ ২৫, ২০০২: উত্তর আফগানিস্তানে ২০০২ সালে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে ১ হাজার মানুষ নিহত হন।

জানুয়ারি ২৬, ২০০১: ভারতের গুজরাটে ২০০১ সালের জানুয়ারিতে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারান।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন