নজরুল ইসলাম, যুক্তরাজ্য থেকে ll
আসন্ন সিসিক নির্বাচনে মেয়র প্রার্থী জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে ২৬শে টিভির উদ্যোগে ভার্চুয়াল মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ৭ই ফেব্রুয়ারী ২০২৩ ইংরেজী ,বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী, আলোকিত আগামী দিনের প্রত্যাশায়, একটি পরিষ্কার আধ্যাত্মিক পর্যটন নগরী ও স্মার্ট বাংলাদেশের "স্মার্ট সিলেট নগরী গড়ার প্রত্যয়ে জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরীকে নিয়ে ২৬ টিভির উদ্যোগে ভার্চুয়াল বিশেষ মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরীর সঞ্চালনায়
উক্ত ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।
উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের
সহ-সভাপতি সাবেক কাউন্সিলার এম এ রহিম (সিআইপি), যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শাহ ফারুক, মানবাধিকার বিষয়ক সম্পাদক এম এ সারব আলি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা কাউসার চৌধুরী, দপ্তর সম্পাদক খসরুজ্জামান, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক জামাল আহমদ খান, ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, নর্থ লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আহমদ হাসান, বঙ্গবন্ধু শিশু একাডেমী যুক্তরাজ্য শাখা সেক্রেটারী,জার্নালিস্ট নজরুল ইসলাম, কেমব্রীজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মাকসুদ রহমান, এসেক্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাউথ ওয়েলস আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা মনসুর রহমান, লন্ডন মহানগর আওয়ামী লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক সায়েক আহমদ,সাউথ লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুল হক নজমুল, যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ ফিরোজ। মহিলা নেত্রী কামরুন নাহার, মাহমুদা বেগম, রাবেয়ার জামান জোসনা, নিউহাম আওয়ামী লীগ নেতা আব্দুল বাসির, যুবলীগের প্রচার সম্পাদক আয়াস আহমদ,কেমডেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস আহমদ, লন্ডন মহানগর যুবলীগের যুবলীগ নেতা খালেদ আহমদ শাহীন, যুক্তরাজ্য যুবলীগ নেতা জনি চৌধুরী, আওয়ামী লীগ নেতা আকবর চৌধুরী, যুবলীগ নেতা মোঃ আব্দুল্লাহ , তানভীর আহমদ, যুব মহিলা লীগ নেত্রী মিফাতুল নূর, লন্ডন আওয়ামী লীগের নেতা মোহাম্মদ নাসির, অল্ডহাম যুবলীগের সভাপতি, সাবেক ছাত্রনেতা সৈয়দ সাদেক আহমদ, যুক্তরাজ্য যুবলীগ নেতা তানভীর আহমদ , লন্ডন আওয়ামী লীগ নেতা মামুন চৌধুরী, আওয়ামী লীগ নেতা এমডি মইনুল হক ,সাউথ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম চৌধুরী, যুক্তরাজ্য ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল ফয়েজ প্রমুখ।
উপস্থিত সকলেই আনোয়ার জামান চৌধুরীর রাজনৈতিক দূরদর্শিতা এবং প্রজ্ঞার প্রশংসা করেন এবং বলেন যুক্তরাজ্য আওয়ামী লীগে নেতা হিসাবে আনোয়ারুজ্জামান চৌধুরী ইতিমধ্যে নিজের একটা শক্ত অবস্থান গড়ে তুলেছেন। একজন সাবেক ছাত্রলীগ নেতা হিসাবেও সিলেটে রাজপথে তার ব্যাপক পরিচয় আছে। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার মাধ্যমে রাজনীতির আঁকাবাঁকা পথ গুলোর সাথে তিনি আরেকটা পরিচিত হয়ে উঠেছেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাথে জড়িত থেকে তিনি সিলেটের আওয়ামী রাজনীতিতে সবসময়ই ভূমিকা রেখেই চলেছিলেন।
আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) এলাকার সর্বস্তরের জনসাধারণের অত্যন্ত প্রিয়মুখ। রাজনীতির চড়াই উতরাইয়ে তিনি অনেকটা পরিক্ষিত। তাহার রাজনৈতিক প্রজ্ঞা দূরদর্শিতা ও কঠোর পরিশ্রম তাকে রাজনীতিতে সফলতায় এনে দিয়েছে। আওয়ামী লীগ অনেকটা কাজের মানুষকে কাজে লাগাতে চায়। সেই হিসেবে সিলেটের মেয়রের পদটি পুনরুদ্ধারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আনোয়ারুজ্জামান চৌধুরীকেই বেছে নিয়েছেন।
মাওলানা মুফতি সৈয়দ মাহমুদ আলী সাহেবের দোয়ার মাধ্যমে সবার কাজ শেষ হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন