জিবিনিউজ24ডেস্ক//
অভিনেত্রী শারমিন আঁখির অবস্থা শঙ্কামুক্ত। খেতে পারছেন স্বাভাবিক খাবার জানিয়েছেন চিকিৎসক। বুধবার (৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা এস এম আইউব হোসেন।
তিনি ঢাকা পোস্টকে বলেন, ‘অভিনেত্রী শারমিন আঁখি আগের থেকে এখন অনেক ভালো আছেন। তিনি বর্তমানে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন আছেন। তিনি এখন স্বাভাবিক খাবার খেতে পারছেন। তার অবস্থা এখন শঙ্কামুক্ত। আমরা তার কিছু পরীক্ষা আইসিডিডিআরবিতে পাঠিয়েছি সেখানে কোনো জীবাণু আছে কিনা।’
তাকে কবে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনই কিছু বলা যাচ্ছে না। রিপোর্টগুলো আসুক তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
কেমন আছেন শারমিন আঁখি এ বিষয়ে জানতে চাইলে তার স্বামী রাহাত কবির ঢাকা পোস্টকে থেকে বলেন, ‘আমার স্ত্রী বর্তমানে ভালো আছেন। চিকিৎসক জানিয়েছেন তার শ্বাসনালির যে সমস্যা ছিল সেটি এখন আর নেই। মুখের যে দাগ ছিল সেটাও অনেকটা ঠিক হয়ে গেছে। তবে তার শরীরের এখনো দগ্ধ আছে সেগুলো সেরে উঠতে সময় লাগবে। এখন খাবার খেতে পারছে আঁখি। মাঝে তার অবস্থা একটু খারাপ হয়েছিল তাকে আইসিইউতে রাখা হয়েছিল পরে অবস্থার উন্নতি হলে আবার তাকে এইচডিইউতে শিফট করা হয়। এখানে চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো চিকিৎসকেরা সবাই অনেক আন্তরিকভাবে চিকিৎসা করছেন।’
তিনি অভিযোগ করে বলেন, ‘যে শুটিং হাউজটিতে ঘটনাটি ঘটেছে তার মালিক ইরফান হাইয়ুম। এতদিন হয়ে গেল তিনি কোন খোঁজখবর নেননি বিষয়টি খুবই দুঃখজনক। তার কি এখানে কোন দায় ছিল না। তার একটি ওয়াশরুমে মিথেন গ্যাস জমেছে যে অথচ সেটি বের করার কোনো ব্যবস্থা ছিল না। এখন পর্যন্ত কি কেউ জানতে চেয়েছে ইরফান হাইয়ুম এর কাছে। যা-ই ঘটুক মানবিক দিক থেকে তার উচিত ছিল আমাদের খোঁজখবর নেওয়া কিন্তু তিনি সেটা করেননি।’
গত শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর মিরপুরের পল্লবীর সাড়ে এগারোর একটি বাড়িতে শুটিং চলাকালে দুর্ঘটনার শিকার হন ছোট পর্দার অভিনেত্রী শারমিন আঁখি। বৈদ্যুতিক শর্ট সার্কিটে দগ্ধ হয়ে শরীরের ৩৫ শতাংশ পুড়ে যায় তার।
উল্লেখ্য, চট্টগ্রামে বেড়ে ওঠা আঁখি’র মঞ্চে যাত্রা শুরু ‘অরিন্দম নাট্য সম্প্রদায়’র মধ্য দিয়ে। এই দলের নিয়মিত প্রযোজনা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘কবি’ নাটকের মূল চরিত্র ‘বসন’ করেই আলোচনায় আসেন তিনি। পরে টিভি নাটকে আলোচনায় আসেন তিনি শিহাব শাহীনের ‘অনামিকা’ ও ইয়ামিন ইলানের ‘আজ বাবার বিয়ে’ নাটকে অভিনয় করে। ‘ইতি তোমারই ঢাকা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন