সেরা নির্বাচিত হলো চোখ ধাঁধানো ভারতীয় চিতার ছবি

  জিবিনিউজ24ডেস্ক//  

তুষারাবৃত পাহাড়ের দিকে তাকিয়ে আছে একটি চিতা বাঘ। জার্মান ফটোগ্রাফার শাশা ফনসেকা চোখ ধাঁধানো এমন একটি ছবি তুলেছিলেন ভারতে।

আর সাধারণ মানুষের ভোটে মর্যাদাপূর্ণ ‘ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার পিপলস চয়েজের’ প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হয়েছে ভারতীয় এ চিতার ছবিটি।

প্রকৃতিপ্রেমী ৬০ হাজার ৪৬৬ জন পাহাড়ের দিকে তাকিয়ে থাকা চিতার ছবিটিকে সেরা হিসেবে ভোট দিয়েছেন।

জার্মানির পেশাদার ফটোগ্রাফার শাশা ভারতের উত্তরাঞ্চলের লাদাখের একটি পাহাড়ে ক্যামেরা বসান। ওই ক্যামেরায় ধরা পড়ে ‘সূর্য অস্ত যাচ্ছে আর একটি চিতাবাঘ পাহাড়ের দিকে তাকিয়ে আছে’ এমন একটি দৃশ্য। শাশা ছবিটির শিরোনাম দেন ‘তুষার চিতার সাম্রাজ্য।’ ভারতে তুষার চিতার দেখা মেলা খুবই বিরল ঘটনা।

ছবিটি লন্ডনের প্রাকৃতিক ইতিহাস জাদুঘরের ‘ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার পিপলস চয়েজ’ প্রতিযোগিতায় জমা দেন শাশা। ওই প্রতিযোগিতায় ৩৯ হাজার ছবি জমা পড়ে। সেগুলো থেকে ২৫টি ছবি বাঁছাই করে একটি সংক্ষিপ্ত তালিকা করা হয়। এরপর সেরা ছবি নির্বাচনে করা হয় ভোটাভুটি।

ছবিটি আগামী ২ জুলাই পর্যন্ত লন্ডনের ওই জাদুঘরটিতে প্রদর্শন করা হবে।

এদিকে ধারণা করা হয় পৃথিবীতে বর্তমানে মাত্র ৬ হাজার ৫০০টি তুষার চিতা জীবিত আছে। মানুষের সঙ্গে সংঘর্ষে, বন্যপ্রাণী শিকার এবং বাসস্থানের ক্ষতিসাধন হওয়ায় এখন এ চিতা অস্তিত্ব সংকটে আছে।

এদিকে এ ছবিটি ছাড়াও আরও চারটি ছবিকে ‘প্রশংসনীয়’ হিসেবে অভিহিত করেছে জাদুঘর কর্তৃপক্ষ। এরমধ্যে প্রথমটি হলো— একটি চিতা একটি মৃত বানর ও তার শাবককে কামড়ে ধরে রেখেছে। দ্বিতীয়টি হলো— দুটি শিয়াল গা ঘেষাঘেষি করছে। তৃতীয়টি হলো— একটি ভল্লুক শাবক ফুলের মধ্যে খেলছে। আর চতুর্থটি হলো— কেনিয়ার একটি শক্তিশালী সিংহ ভয়ানকভাবে তাকিয়ে আছে।

 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন