জিবিনিউজ24ডেস্ক//
দিনেই আলোচনায় ছিলেন জাদেজা। তবে এবার তাকে নিয়ে বিতর্কও তৈরি হলো।
বল করার আগে আঙুলে মলম লাগিয়েছিলেন রবিন্দ্র জাদেজা। আর বিতর্ক মূলত তাতেই। অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যম মলম লাগানোর ছবি পোস্ট করে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে।
তারা লিখেছে- অস্ট্রেলিয়া বনাম ভারত ম্যাচের এই ছবি অনেক প্রশ্ন তুলে দিয়েছে। এ ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
কিন্তু কী লাগাচ্ছিলেন জাদেজা? ভারতীয় বোর্ডের দিক থেকে সংবাদ সংস্থা পিটিআইকে জানানো হয়েছে যে, আঙুলে ব্যথা রয়েছে জাদেজার। সে কারণে ব্যথা কমানোর মলম লাগাচ্ছিলেন তিনি।
বলে থুতু লাগানো বন্ধ করে দিয়েছে আইসিসি। বল পালিশ করতে এখন ঘাম ব্যবহার করেন ক্রিকেটাররা। ভারতীয় দল অন্য কিছু ব্যবহার করছে কি না তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন অস্ট্রেলিয়ার সমর্থকরা। ২০১৮ সালে বল বিকৃতির অভিযোগ উঠেছিল স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারদের বিরুদ্ধে। নির্বাসিত ছিলেন তারা। পরে অস্ট্রেলিয়া দলে ফিরলেও ওয়ার্নারকে নেতৃত্বে ফেরানো হয়নি। স্মিথকে যদিও সহ-অধিনায়ক করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন