জিবিনিউজ24ডেস্ক//
জন্মদিন পালন করে জয়পুর থেকে ফিরছিলেন সারা আলি খান। মুম্বাই বিমানবন্দরে নামতেই ভক্তরা ঘিরে ধরল তাকে। কেউ তুলছেন নিজস্বী তো কেউ আবার করছেন করমর্দন। ভক্তদের সবগুলো আবদারই হাসিমুখে মিটিয়ে যাচ্ছিলেন সারা। তবে খানিকটা অস্বস্তিতে পড়লেন যখন একজন একটু ‘অন্যরকম’ পন্থায় স্পর্শ করতে চাইলেন তাকে।
আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়ল সেই মুহূর্ত। দেখা যায়, এক মহিলা অনুরাগী হাত বাড়িয়ে দিলেন তার দিকে। সারাও ছুঁয়ে দিলেন তার হাত, কিন্তু তারপরই সেই মহিলা সারাকে অন্যভাবে ছুঁতে চাইলেন। সারার পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার সময় তার হাত ছুঁয়ে গেল অভিনেত্রীর গাল। চুলের মধ্যে দিয়ে হাতটা লক্ষ্যভ্রষ্ট হল কিনা, ভালো বোঝা গেল না।
এরপর দুজনেই দুদিকে হেঁটে চলে গেলেন। এই ভিডিও দেখে নানাজনের নানা মত। কেউ মনে করছেন, ‘কানের গয়না ছিনিয়ে নিতে গিয়েছিল মহিলাটি!’ কেউ আবার সারার সহনশীলতা দেখে প্রশংসায় পঞ্চমুখ। বললেন, ‘কী সুন্দর মিষ্টি স্বভাবের মেয়ে, কোনো অহংকার নেই।’
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন