জিবিনিউজ24ডেস্ক//
এইতো কিছুদিন আগেই একসঙ্গে সাত পাক ঘুরেছেন। এবার সিনে পর্দাতেও একসঙ্গে জুটি বাঁধবেন নবদম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। ঘনিষ্ঠ সূত্রের খবর, বিয়ের অনুষ্ঠান পর্ব পুরোপুরি শেষ করেই কাজে ফিরবেন তারা।
‘শেরশাহ’ ছবিতে এই জুটির রসায়ন নজর কেড়েছিল দর্শকদের। সে ছবির প্রযোজক ছিলেন করণ জোহর। পর্দার সেই প্রেম থেকে বাস্তবের পরিণয়— এই স্বপ্নযাত্রার সাক্ষী থেকেছেন দর্শক।
শোনা যাচ্ছে, সিদ্ধার্থ এবং কিয়ারা আবারও একসঙ্গে কাজ করতে চলেছেন করণ প্রযোজিত একটি রোমান্টিক কমেডি ছবিতে। বিয়ের পরে এটিই হবে একসঙ্গে তাদের প্রথম কাজ। করণ এই জুটির খুব কাছের মানুষ। তার প্রযোজনা সংস্থার অধীনেই তৈরি হবে ছবিটি।
এটি পরিচালনা করবেন শশাঙ্ক খৈতান। তিনটি ছবির সিরিজ বানানোর পরিকল্পনা রয়েছে। খুব শিগগির প্রথম ছবির শুটিং শুরু হবে।
সূত্র বলছে, বিষয়টা অনেকটা বরুণ ধাওয়ান-আলিয়া ভাটের ‘দুলহানিয়া’ সিরিজের মতো হতে চলেছে। অচিরেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হবে। সিদ্ধার্থ ও কিয়ারার আলাদা আলাদা কিছু কাজ হাতে রয়েছে। সেগুলো শেষ করেই একসঙ্গে জুটি বাঁধবেন এই তারকা দম্পতি।
প্রসঙ্গত, মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাজস্থানের জয়সালমেরের সূর্যগড় প্রাসাদে বিয়ের আসর বসে সিদ্ধার্থ-কিয়ারার। কাছের আত্মীয় ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে মালাবদল করেন তারা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন