আলিয়া-রণবীরকে পেছনে ফেলল সিদ্ধার্থ-কিয়ারা

 জিবিনিউজ24ডেস্ক//  

সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির রাজকীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উন্মাদনা তুঙ্গে। বিদ্যুৎ গতিতে ভাইরাল হচ্ছে তাদের বিয়ের ছবি। 

এতদিন পর্যন্ত ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি সংখ্যক লাইক পাওয়া ভারতীয় পোস্ট ছিল আলিয়ার বিয়ের পোস্ট। তাকে হারিয়ে দিল কিয়ারার বিয়ের পোস্ট। এখনও পর্যন্ত ১৪ লাখ ৬২ হাজারের বেশি লাইক পেয়েছে এই পোস্ট। পিছিয়ে নেই সিদ্ধার্থের বিয়ের পোস্টও। তাতেও ১০ লাখের ওপর লাইক পড়েছে।

dhakapost

বুধবার জয়সলমেরের সূর্যগড় দুর্গে সাত পাকে বাঁধা পড়েছেন সিদ্ধার্থ-কিয়ারা। বিয়ের ছবি শেয়ার করে কিয়ারা লিখেন, ‘আমাদের সারা জীবনের পারমানেন্ট বুকিং হয়ে গেল। এই নতুন যাত্রাপথে আপনাদের সবার আশীর্বাদ চাই’। একই বার্তা উঠে এলো সিদ্ধার্থের ইনস্টাগ্রামের ওয়ালে। 

চলতি বছরের এপ্রিল মাসের ১৪ তারিখ বিয়ে করেন আলিয়া আর রণবীর। আলিয়ার সেই পোস্টে ১৩ লাখ ১২ হাজারের বেশি লাইক পড়েছিল। আলিয়াকে হারিয়ে দিলেন কিয়ারা। ফলোয়ার সংখ্যার বিচারে কিয়ারার চেয়ে অনেক এগিয়ে আলিয়া। যেখানে কিয়ার ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা মাত্র ২৭ মিলিয়ন, সেখানে আলিয়াকে ইনস্টায় ফলো করেন ৭৯ মিলিয়ন নেটিজেন। 

খুব বেশি পিছিয়ে নেই ক্যাটরিনা কাইফও। নায়িকার বিয়ের পোস্টে ১২.৬২ মিলিয়ন লাইক পড়েছিল। অনুষ্কা-বিরাট বা প্রিয়াঙ্কা-নিকের মতো গ্লোবাল সেলেবরাও সিড-কিয়ারার কাছে গো-হারান হেরেছেন। অনুষ্কার বিয়ের পোস্ট লাইক পেয়েছিল ৩.৪৪ মিলিয়ন, অন্যদিকে প্রিয়াঙ্কার বিয়ের পোস্টে লাইক করেছিল ৫.৭৩ মিলিয়ন নেটিজেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন