জিবিনিউজ 24 ডেস্ক //
রেশমি দেশাই, বলিউডের উষ্ণতা জাগানো এক অভিনেত্রীর নাম। কখনো নিজের ব্যক্তিগত জীবন, কখনো বিগবসের কন্ট্রোভার্সি এ নিয়েই খবরের শিরোনামে থাকেন রেশমি দেশাই।
ফের নতুন ফটোশুটে ঝড় তুলেছেন রেশমি। সম্প্রতি সূর্যমুখী ফুল দিয়েই নিজের বক্ষযুগল মুড়ে নিয়েছেন অভিনেত্রী। খোলা চুলে মাটিতে শুয়ে পোজ দিয়েছেন রেশমি।
প্রতিটি ছবিতেই উষ্ণতা যেন চুঁইয়ে চুঁইয়ে পড়ছে। কিন্তু তার শরীরী সৌন্দর্যের থেকে চোখের নিচের মোটা ডার্ক সার্কেল অনেক বেশি নজর কেড়েছেন নেটিজেনদের। একাধিক মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।
মূলত হিন্দি সিরিয়ালের হাত ধরেই তার অভিনয়ে আসা। বিগ বসের দৌলতে বলি ইন্ডাস্ট্রিতে এখন পরিচিত মুখ রেশমি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন