জিবিনিউজ24ডেস্ক//
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক-সিরিয়ায় সহায়তা হিসেবে ১.৭৮ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ভূমিকম্পে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৭০০ জনে।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস এক বিবৃতিতে বলেছেন, আমরা তাৎক্ষণিক সহায়তা দিচ্ছি। এটি দেশের পুনরুদ্ধার এবং পুনর্গঠনের জন্য অগ্রাধিকার ক্ষেত্রগুলা চিহ্নিত করবে।
তুরস্কে বিদ্যমান দু’টি প্রকল্প থেকে কন্টিনজেন্ট ইমার্জেন্সি রেসপন্স কম্পোনেন্টের মাধ্যমে ৭৮০ মিলিয়নের তাৎক্ষণিক সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছে বিশ্ব ব্যাংক।
মৌলিক অবকাঠামো পুনর্নির্মাণের জন্য সহায়তার এই অর্থ ব্যবহার করা হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন