তুরস্কে জীবিত ১ ও মৃত ৩ জনকে উদ্ধার করেছে বাংলাদেশের উদ্ধারকারীরা

 জিবিনিউজ24ডেস্ক//  

বাংলাদেশ থেকে পাঠানো সম্মিলিত উদ্ধারকারীরা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কে উদ্ধার অভিযান পরিচালনা শুরু করেছে। বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারীরা তুরস্কে এখন পর্যন্ত একজনকে জীবিত ও তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল তুরস্কে উদ্ধারকাজ শুরু করেছে। ইতোমধ্যে তারা ১৭ বছরের একজন জীবিত বালিকাসহ তিনজনের মৃতদেহ উদ্ধার করেছেন।

এর আগে বুধবার ৮ ফেব্রুয়ারি রাত ১০টায় সম্মিলিত উদ্ধারকারী দল বাংলাদেশ থেকে তুরস্কে যাত্রা শুরু করে। উড়োজাহাজে প্রায় ২৪ ঘণ্টা যাত্রা শেষে বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি রাতে তুরস্কের আদানা মিলিটারি এয়ার বেইস-এ পৌঁছায়। সেখান থেকে তারা আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার কাজ শুরু করেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন