জিবিনিউজ24ডেস্ক//
চলতি মাসের শুরুর দিকে শারীরিক অসুস্থতার কারণে রামপুরহাটের শো বাতিল করেন নচিকেতা। চিকিৎসকের পরামর্শেই এই সিদ্ধান্ত নেন তিনি। এক ভিডিও বার্তায় আকস্মিক শো বাতিলের সিদ্ধান্তে সকলের কাছে ক্ষমাও চান। এরপরেই গায়কের অসুস্থতা নিয়ে নানান রটনা চাউর হয় চারদিকে।
নচিকেতার মেয়ে ধানসিঁড়ি জানিয়েছিলেন গোটা বিষয়টা ‘বাড়িয়ে চাড়িয়ে’ দেখানো হচ্ছে। একটা গানের শো বাতিল করার জন্য তাকে গুরুতর অসুস্থ দেগে দেওয়া মোটেই ঠিক নয়। এর মাঝেই মঞ্চে ফিরে ফের আগুন মেজাজে নচিকেতা।
‘রাজশ্রী তোমার জন্য…’ গাইতে গাইতেই মঞ্চ থেকে দর্শকদের উদ্দেশে বলে ফেললেন, ‘অনেকেই বলে নচিদা আপনি তো রোগা হয়ে গেছেন… কারিশমা কাপুর (খুব সম্ভবত কারিনা বলতে চেয়েছিলেন) রোগা হলে বলে জিরো ফিগার, আর আমি রোগা হলেই শা* মৃত্যুশয্যায়?’
গত ৮ ফেব্রুয়ারি হলদিয়ায় অনুষ্ঠান করেন নচিকেতা। রামপুরহাট উৎসব থেকে নাম তুলে নেওয়ার পর এটাই ছিল তার প্রথম স্টেজ শো। আর সেখানেই এই কথা বলতে শোনা গেল নচিকেতাকে। পরনে চেনা কালো জিনস, কালো ফুল স্লিভস টি-শার্টের ওপর সাদা শার্ট আর গলায় কালো স্কার্ফ জড়িয়ে মঞ্চ কাঁপালেন নচিকেতা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন