মৌলভীবাজারে মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন

মৌলভীবাজারে প্রথমবারের মতো উদ্বোধন করা হয়েছে মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে মেয়র কাপ টুর্নামেন্টের পর্দা উন্মোচন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।

মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান এর সভাপতিত্বে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মো: মিছবাহুর রহমান, কুলাউড়া
পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোচ গোলাম ফারুক সরু।

আয়োজক সুত্রে জানা গেছে, মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের এ আসরে অংশ নিচ্ছে বিভিন্ন জেলা ও উপজেলার ১৬টি দল। দলগুলো হলো- বয়েজ ক্লাব মিঠুপুর, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ বিয়ানীবাজার, এ.বি.সি স্পোর্টস একাডেমি হাজীপুর, সিলেট সুরমা ক্রিকেট একাডেমি, কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাডেমি, মৌলভীবাজার স্টার্স, অরবিট ঢাকা, সোনালী কিডস ঢাকা, ক্রিকেট একাডেমি ব্রাক্ষণবাড়িয়া, ষ্টাইলিস্ট স্টার মৌলভীবাজার, গ্রীণ সিলেট ক্রিকেট একাডেমি, শ্রীমঙ্গল ক্রিকেট একাদশ, হবিগঞ্জ ওয়ারিয়র্স, উদীয়মান ক্রিকেট একাডেমি চট্রগ্রাম, ফেন্টম সুনামগঞ্জ ও এরাইভেলস্ স্পোর্টিং ক্লাব বিয়ানীবাজার।

 

পৌর মেয়র বলেন,তরুণ সমাজকে খেলার মাঠে ফেরাতে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। করোনাকালীন সময় থেকে জেলার ক্রিকেটে স্থবিরতা চলছে। আশা করি এই স্থবিরতা কেটে জেলার ক্রিকেটাঙ্গন আবারো চাঙ্গা হয়ে উঠবে। সকলের সার্বিক সহযোগিতায় এ টুর্নামেন্ট সফল হবে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন