এবার রাখির দাবি বাবা হচ্ছেন আদিল!

  জিবিনিউজ24ডেস্ক//  

রাখি সাওয়ান্তের সঙ্গে বিয়ের পর থেকে আলোচনায় রয়েছেন দিল আলি দুরানি। প্রথমে বিয়ে, তারপর আবার বিচ্ছেদের ঘোষণা এর কারণ। 

স্বামীর বিরুদ্ধে পরকীয়া আর পারিবারিক সহিংসতার অভিযোগ আগেই তুলেছিলেন রাখি। সেই অভিযোগের ভিত্তিতে আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন আদিল। 

সংবাদমাধ্যমের সামনে এবার রাখি বললেন, আদিল নাকি বাবা হচ্ছেন। একই সঙ্গে জানালেন এই সন্তানের মা তিনি নন। রাখির দাবি আদিলের অন্যতম প্রেমিকা নিবেদিতা চান্দেল ওরফে তনু নাকি সন্তানসম্ভবা।

আদিলের ভাইয়ের সঙ্গে নিবেদিতা ওরফে তনুর টেলিফোনে কথোপকথনের রেকর্ডিং প্রকাশ করেছেন রাখি। এতে শোনা যায় আদিলের বিষয়ে তার ভাই প্রশ্ন করলে তনু বলেন,  আদিল আমাকে বলেছেন কারও সঙ্গে কথা না বলতে। আমি আদিলের আইনজীবীর ফোন নম্বর দিচ্ছি, যা কথা বলার ওর সঙ্গেই বলে নিন। 

সপ্তাহ খানেক আগে আদিলের বিরুদ্ধে নিবেদিতা চান্দেলের সঙ্গেই পরকীয়া সম্পর্কে জড়ানোর অভিযোগ তোলেন রাখি। তার সঙ্গে বিয়ের আগে অন্য বৈবাহিক সম্পর্কে ছিল আদিল, এমন অভিযোগও করেন তিনি। 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন