জিবিনিউজ24ডেস্ক//
বাংলাদেশ ও ভিয়েতনামের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে দুই দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী পৃথক পৃথক বার্তায় একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। উভয়পক্ষ আগামী দিনে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
রোববার (১২ ফ্রেবুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এসব তথ্য জানায়।
বার্তায় উল্লেখ করা হয়, এ বছর বাংলাদেশ ও ভিয়েতনামের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন করছে। দু’দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপতি হয় ১৯৭৩ সালের ১১ ফ্রেবুয়ারি। সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুই দেশের নেতারা অভিনন্দন বার্তা বিনিময় করেছেন। তারা গত ৫০ বছরে সুদৃঢ় ও গভীর হওয়া বহুমুখী সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করে আগামী দিনে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
দু’দেশের নেতারা দ্রুত দুই দেশের পারস্পরিক সুবিধার জন্য সম্ভাব্য ক্ষেত্রে সহযোগিতার গতি ত্বরান্বিত করার ওপর গুরত্ব দেন। উভয় দেশের নেতারা দু’দেশের বন্ধুত্বপূর্ণ জনগণের জন্য অব্যাহত শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন।
এদিকে, গত শনিবার বাংলাদেশ ও ভিয়েতনামের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন