জিবিনিউজ24ডেস্ক//
লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোসহ ফিফা ফিফপ্রো বিশ্ব একাদশের মনোনয়ন পেয়েছেন ২৬ জন ফুটবলার। বিশ্ব একাদশের সংক্ষিপ্ত তালিকায় আছেন ৩ জন গোলরক্ষক, আটজন করে ডিফেন্ডার ও মিডফিল্ডার এবং সাতজন ফরোয়ার্ড।
প্রত্যাশিতভাবেই মনোনয়ন পেয়েছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী লিওনেল মেসি কিংবা কাতার বিশ্বকাপে গোল্ডেন বুট জেতা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। পাশাপাশি দলে আছেন ব্রাজিল সুপারস্টার নেইমারও। তবে ক্লাব ও জাতীয় দলে বাজে সময় কাটানো পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর মনোনয়ন নিয়ে সমালোচনা হচ্ছে।
২৬ জনের সংক্ষিপ্ত তালিকা
গোলরক্ষক
আলিসন বেকার (লিভারপুল, ব্রাজিল)
থিবো কর্তোয়া (রিয়াল মাদ্রিদ, বেলজিয়াম)
এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা, আর্জেন্টিনা)
ডিফেন্ডার
হুয়াও ক্যানসেলো (ম্যানসিটি/বায়ার্ন, পর্তুগাল)
আলফানসো ডেভিস (বায়ার্ন মিউনিখ, কানাডা)
ভার্জিল ফন ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস)
গ্যাকো গাব্রিডিওল (আরবি লাইপজিগ, ক্রোয়েশিয়া)
আশরাফ হাকিমি (পিএসজি, মরক্কো)
থিও হার্নান্দেজ (এসি মিলান, ফ্রান্স)
অ্যান্টনিও রুদিগার (চেলসি/রিয়াল, জার্মানি)
থিয়াগো সিলভা (চেলসি, ব্রাজিল)
মিডফিল্ডার
জুড বেলিংহ্যাম (ব্রুশিয়া ডর্টমুন্ড, ইংল্যান্ড)
ক্যাসেমিরো (রিয়াল/ ম্যান ইউ, ব্রাজিল)
কেভিন ডি ব্রুইনো (ম্যানচেস্টার সিটি, বেলজিয়াম)
এনজো ফার্নান্দেজ (বেনফিকা/চেলসি, আর্জেন্টিনা)
গাভি (বার্সেলোনা, স্পেন)
লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ, ক্রোয়েশিয়া)
পেদ্রি (বার্সেলোনা, স্পেন)
পেদ্রিকো ভালভার্দে (রিয়াল মাদ্রিদ, উরুগুয়ে)
ফরোয়ার্ড
করিম বেনজেমা (রিয়াল, ফ্রান্স)
আর্লিং হালান্ড (ব্রুশিয়া/ম্যানসিটি, নরওয়ে)
রবার্ট লেভান্ডোস্কি (বায়ার্ন মিউনিখ/বার্সেলোনা, পোল্যান্ড)
কিলিয়ান এমবাপ্পে (পিএসজি, ফ্রান্স)
লিওনেল মেসি (পিএসজি, আর্জেন্টিনা)
নেইমার জুনিয়র (পিএসজি, ব্রাজিল)
ক্রিশ্চিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড/আল নাসর, পর্তুগাল)
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন