প্রথম ম্যাচেই জয় পেল সাকিবের পেশোয়ার

gbn

জিবিনিউজ24ডেস্ক//  

শেষের আগেই সাকিব আল হাসানের বিপিএল শেষ হয়ে যাওয়ায় কিছুটা ফুরসত মিলেছিল। আর এই ফাঁকে টাইগার অলরাউন্ডার ছুটলেন পাকিস্তানে। চুক্তি সারেন পেশোয়ার জালমির হয়ে। মঙ্গলবার দুপুরে সেখানে গিয়ে রাতেই খেলতে নেমে পড়েন। প্রথম ম্যাচে বলার মতো তেমন ভূমিকা রাখতে না পারলেও জয় পেয়েছে তাঁর দল পেশোয়ার জালমি।

চলতি আসরের শুরু থেকেই উত্তাপ ছড়াচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মোহাম্মদ রিজওয়ানের মুলতান সুলতান্সের বিপক্ষে শেষ ওভারে ১ রানের রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় শাহিন আফ্রিদির লাহোর কালান্দার্স। এবার দ্বিতীয় ম্যাচে শেষ ওভারের থ্রিলারে করাচিকে ২ রানে হারিয়ে দিয়েছে পেশোয়ার।

শুরুতে ব্যাট করতে নেমে পেশোয়ারকে বড় পুঁজি এনে দেন অধিনায়ক বাবর আজম ও ইংলিশ ব্যাটসম্যান টম কোহলার-ক্যাডমোর জুটি। ৫০ বলে ৬ ছক্কা ও ৭ চারে ৯২ রানের ইনিংস খেলেন সাজানো কোহলার-ক্যাডমোর। বাবর ৪৬ বলে করেন ৬৮ রান , ৭ চারের সঙ্গে একটি ছক্কার মারে। ৮১ বলে এ দুজনের ১৩৯ রানের জুটিতে বড় সংগ্রহ পায় পেশোয়ার।

প্রথম ম্যাচে সাকিব যতক্ষণে ব্যাট হাতে নামলেন তখন বল বাকি ছিল দুটি মাত্র। সাকিব একটাই বল খেললেন, রানও নিলেন একটা। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৯৯ রান তোলে পেশোয়ার।

রান তাড়া করতে নেমে ওভারপ্রতি রানের সঙ্গে পাল্লা দিলেও ৪৬ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে কিছুটা খেই হারায় করাচি। তবে শোয়েব মালিক ও ইমাদ ওয়াসিম মিলে ৭৪ বলে ১৩১ রানের জুটি গড়ে করাচিকে জয়ের খুব কাছে নিয়ে যান। 

৩৪ বলে ২ ছক্কা ও ৪ চারে ৫২ রান করে মালিক ১৯তম ওভারে আউট হয়ে গেলে ম্যাচটা কঠিন হয়ে যায় করাচির জন্য। শেষ ওভারে জয়ের জন্য ১৬ রান দরকার ছিল, ইমাদ ৪৭ বলে ৮০ রান করে অপরাজিত রয়ে গেলেও ম্যাচটা জেতাতে পারেননি। 

ব্যাটিংয়ে তেমন সুযোগ না পেলেও বল হাতে পেশোয়ারের হয়ে তেমন সফল ছিলেন না সাকিব। বোলিং করেছেন ৩ ওভার। ৩২ রান দিলেও উইকেট পাননি কোনো।

এর আগে ২০১৭ সালে সর্বশেষ পিএসএলে খেলেছেন সাকিব। সেবারও তাঁকে দেখা গেছে পেশোয়ারের জার্সিতে। এর আগের বছর পিএসএলের উদ্বোধনী আসরে ছিলেন করাচি কিংসে। 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন