মমতার সঙ্গে দেখা করতে না পেরে যুবকের আত্মহত্যা চেষ্টা

  জিবিনিউজ24ডেস্ক//  

চাকরি সংক্রান্ত বিষয়ে কথা বলতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এক যুবক। তবে নবান্নে প্রবেশ করতে গেলে তাকে আটকান নিরাপত্তারক্ষীরা। তাতেই ক্ষোভে ফেটে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে গায়ে ঢেলে দেন কেরোসিন তেল। 

তার কাণ্ড দেখে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন সেখানে উপস্থিত লোকজন। ছুটে আসেন পুলিশ কর্মীরা। শুরু হয় তুমুল ধাস্তাধস্তি। ততক্ষণে কেরোসিন তেলে ভেসে যাচ্ছে যুবকের গোটা শরীর।

যদিও তখনও গায়ে আগুন লাগাতে পারেননি আগুন। শেষ পর্যন্ত তাকে থামাতে সমর্থ হয় পুলিশ। এসময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অল্প বিস্তর আঘাতও লাগে তার শরীরে। এরপরই আহত অবস্থায় ওই যুবককে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার প্রাথমিক চিকিৎসা চলে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নবান্ন চত্বরে। 

জানা গেছে, ওই যুবক বোবা ও বধির। তার বাড়ি উত্তর দিনাজপুরে রায়গঞ্জ রবীন্দ্রপল্লিতে। বর্তমানে মা ও এক ভাইকে নিয়ে মধ্যমগ্রামে ভাড়া বাড়িতে থাকেন। তার দাবি ভালো খেলাধুলা করার জন্য তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তাকে পুরস্কৃত করেছিলেন। চাকরির আশ্বাসও দিয়েছিলেন। তবে এখনও তার কোনো চাকরি হয়নি। 

সে কারণে নবান্নেও অনেক চিঠি দিয়েছেন। সদুত্তর না পেয়ে বুধবার (১৫ ফেব্রুয়ারি) মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে অভিযোগ জানাতে এসেছিলেন। ওই যুবককে শিবপুর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কথা কতটা সত্যি তা যাচাই করে দেখছেন পুলিশ কর্তারা। 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন