জিবিনিউজ24ডেস্ক//
বলিউডে বিয়ের মৌসুম চলছে। গত ৭ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ কিয়ারা। এবার বিয়ের সানাই বাজল অভিনেত্রী স্বরা ভাস্করের জীবনে। বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। যদিও স্পেশ্যাল অ্যাক্টে বিয়েটা হয়েছে জানুয়ারি মাসের ৬ তারিখেই।
এতদিন আড়ালেই রেখেছিলেন বিয়ের কথা। অবশেষে অভিনেত্রী নিজেই সোশ্য়াল মিডিয়ায় প্রকাশ্য়ে আনলেন এই বিয়ের খবর। জানা গেছে, এক মিছিলেই ফাহাদের সঙ্গে আলাপ হয় স্বরার।
একটি ভিডিও শেয়ার করে স্বরা লিখলেন, ‘অনেক সময়ই আমরা দূরের কোনো জিনিসকে কাছে পেতে চাই বা খুঁজে থাকি। কিন্তু অনেক সময়ই প্রাণের জিনিসটা পাশে থাকে। আমরা ভালোবাসার খোঁজ করি। কিন্তু আমরা প্রথমে বন্ধুত্ব পাই। তারপর দুজন দুজনকে পাই। আমার হৃদয়ে তোমাকে স্বাগত ফাহাদ।’
এর আগে বলিপাড়ায় ছিল অন্য গুঞ্জন। অনেকেই মনে করেছিলেন লেখক হিমাংশু শর্মার সঙ্গে প্রেমে জড়িয়েছেন স্বরা। অবশেষে সত্য প্রকাশ্যে। স্বরার বিয়ের খবর ছড়িয়ে পড়তেই অভিনেত্রীর সামাজিকমাধ্যমের পাতা অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় ভরে উঠেছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন