মেডিকেল চেকআপে জো বাইডেনের স্বাস্থ্য নিয়ে যা জানা গেল

 জিবিনিউজ24ডেস্ক//  

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য নিয়ে গত কয়েক মাসে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। অবশ্য এর যথেষ্ঠ কারণও আছে। কারণ প্রেসিডেন্ট বাইডেনকে একাধিকবার অসংলগ্ন কথাবার্তা বলতে দেখা গেছে।

প্রেসিডেন্টের দায়িত্ব পালনে বাইডেনের সক্ষমতা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। এছাড়া আগামী ২০২৪ সালের নির্বাচনে আবারও তিনি প্রতিদ্বন্দ্বি হতে পারবেন কিনা এ নিয়েও কথা ওঠেছিল।

এসব আলোচনা সমালোচনার মধ্যে নিজের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন বাইডেন। এ পরীক্ষা শেষে তার চিকিৎসক জানিয়েছেন, ৮০ বছর বয়সী প্রেসিডেন্ট তার ‘দায়িত্ব পালনে পুরোপুরি ফিট।’

বাইডেন যখন আবারও ২০২৪ সালে প্রেসিডেন্ট পদে লড়াই করবেন তখন তার বয়স হবে ৮২ বছর।

জানা গেছে, স্বাস্থ্য পরীক্ষায় বাইডেনের খুবই ছোট কিছু সমস্যা পাওয়া গেছে। তার বড় ধরনের কোনো শারীরিক ও স্নায়ুবিক সমস্যা নেই।

মার্কিন প্রেসিডেন্ট দপ্তর হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্টের চিকিৎসক কেভিন ও’কনর বলেছেন, ’৮০ বছর বয়সী বাইডেন পুরোপুরি সুস্থ এবং সবল রয়েছেন। তিনি তার প্রেসিডেন্সি দায়িত্ব, প্রধান নির্বাহীর দায়িত্ব, রাষ্ট্রের চিফ অব কমান্ডারের দায়িত্ব পালনে পুরোপুরি ফিট।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, বাইডেন কোনো সমস্যা ছাড়াই সুন্দরভাবে তার স্বাভাবিক কাজকর্ম করে যাচ্ছেন।

এদিকে ডেমোক্র্যাটিক পার্টির নেতা বাইডেন এখনো ২০২৪ সালের প্রেসিডেন্ট পদে লড়ার আনুষ্ঠানিক ঘোষনা দেননি। তবে তার বড় প্রতিদ্বন্দ্বি রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে মাঠে নেমে পড়েছেন।

বাইডেন এখন পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে করোনা ভাইরাস পরিস্থিতি সামাল দেওয়া, আফগানিস্তানে মার্কিন যুদ্ধের সমাপ্তি ও সেনা প্রত্যাহার করা এবং রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের একত্রিত করার মতো বেশ বড় কিছু বিষয় সফলতার সঙ্গে করেছেন।

স্বাস্থ্যকর জীবন-যাপন

এদিকে প্রেসিডেন্ট বাইডেনের শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষে যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, তিনি কোনো তামাকজাত পন্য সেবন করেন না, ধুমপান করেন না, অ্যালকোহল পান করেন না এবং তিনি সপ্তাহে পাঁচদিন কাজ করেন। সবমিলিয়ে তিনি একটি স্বাস্থ্যকর জীবন-যাপন করেন।

রিপোর্টে আরও বলা হয়েছে, বাইডেন ৬ ফুট লম্বা একজন মানুষ এবং তার ওজন প্রায় ৮১ কেজি।

তিনি যে দুইবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সেটিও উল্লেখ করা হয়েছে রিপোর্টে। কিন্তু এতে তার বড় কোনো শারীরিক সমস্যা হয়নি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন