জিবিনিউজ24ডেস্ক//
এক সুপারন্যাচারাল সিরিজে অভিনয় করেছেন কলকাতার ছোট পর্দার অভিনেত্রী দেবলীনা কুমার। আসন্ন সিরিজ শ্বেত কালীতে এক অভিশপ্ত ব্যবসায়ী বাড়ির গল্প রহস্য-রোমাঞ্চের মাধ্যমে তুলে ধরেছেন পরিচালক সানি রায়।
গল্পে দেখা যাবে, হঠাৎ বাড়ির দেয়াল ভেঙে বেরিয়ে পড়ে এক শ্বেত কালীমূর্তি। সেই রহস্য উদঘাটন করবেন সাহেব ভট্টাচার্য, সমদর্শী দত্ত, দেবলীনা কুমার, ঐন্দ্রিলা সেন। কিন্তু এই সিরিজের শুটিংয়ের সময় রহস্যে জড়িয়ে পড়লেন দেবলীনা নিজেই।
‘শ্বেত কালী’-র শুটিং চলাকালে তিন দিনের মাথায় অসুস্থ হয়ে পড়েন দেবলীনা। কাজের অতিরিক্ত চাপ, মাথায় অসহ্য যন্ত্রণা, শুটিংয়ের ফাঁকে জিরিয়ে নিতে নিজের ঘরে যান অভিনেত্রী। সেখানেই এমন এক ঘটনার সম্মুখীন হন দেবলীনা, যা রীতিমত গা-ছমছমে ও অদ্ভুতুড়ে।
দেবলীনার বলেন, ‘শ্বেত কালী’র শুটিংয়ের সময় কাজের চাপে শরীরটা খারাপ ছিল। সেই সময় চা খাব বলে আমি নিজের ঘরে চলে যাই। মাথায় অসহ্য যন্ত্রণা, আমাদের শুটিংয়ে যে ভদ্রলোক সবাইকে চা দেন তাকে বললাম চা দিতে। খুব বেশি দেরি হয়নি, অল্প সময়ের মধ্যে চা নিয়ে হাজির হন ওই ভদ্রলোক। চা খেয়ে ঘুমিয়ে পড়ি। এসময় কক্ষে একাই ছিলেন দেবলীনা। অন্যরা ছিলেন আউটডোরে।
তার কথায়, পুরো টিম যখন ফিরে এলো, এ ঘটনার কথা শুনে সবাই অবাক। তখন আমাদের পরিচালক জানান, আমাদের যিনি চা দেন সেই দাদা আগের দিন নিজের বাড়ি চলে গেছেন ছুটিতে। তার পক্ষে আসা সম্ভব নয়। তা হলে সেদিন চা কে দিয়েছিল?
এ ঘটনার ব্যাখ্যা খুঁজছেন দেবলীনা, তবে উত্তর অজানা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন