জিবিনিউজ24ডেস্ক//
বিশ্বকাপ পরবর্তী উড়ন্ত সময়টা এখনও চলছে ম্যানচেস্টার ইউনাইটেডের। আর দারুণ ছন্দে থাকা রাশফোর্ডও আলো ছড়াচ্ছেন প্রায় প্রতিটি ম্যাচেই। রোববার লিস্টার সিটির বিপক্ষে ম্যাচেও সেই ধারাবাহিকতা বজায় রাখলেন ইংলিশ তারকা। গোল পেলেন রেড ডেভিলদের আরেক তারকা জাডোন সানচোও। আর তাতে বড় জয় নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থান মজবুত করল এরিক টেন হাগের শিষ্যরা।
ওল্ড ট্রাফোর্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে লিস্টার সিটিকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২৪ ম্যাচ শেষে ৪৯ পয়েন্ট এখন রাশফোর্ড-সানচোদের দলের।
ব্রুনো ফার্নান্দেজের থ্রু বলে ২৫ মিনিটে রাশফোর্ড বক্সের ডানপ্রান্ত দিয়ে ঢুকে গোলমুখ খোলেন। অবশ্য শুরুতে আক্রমণের পসরা সাজায় লিস্টার। ডেভিড ডি গিয়া রুখে দেন হার্ভি বার্নস ও কেলেচি ইহিয়ানাচোকে। গোলবারের পাশ দিয়ে মেরে সুযোগ নষ্ট করেন কেলেচি ও হ্যারি সাউটার।
বিরতির পর ৫৬ মিনিটে ফ্রেডের থ্রু বল থেকে বাঁ প্রান্ত দিয়ে ঢুকে ২-০ করেন রাশফোর্ড। পাঁচ মিনিট পর তার বাড়ানো বল থেকে বক্সে ঢোকার মুহূর্তে ফার্নান্দেসের সঙ্গে ওয়ান-টু পাসে তৃতীয় গোল করেন জাডোন সানচো।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন