-মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকেঃ আগামী ৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বিজয়ী হলে তা যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় পরাজয়ের কারণ হবে বলে মন্তব্য করেছেন রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৩ অক্টোবর মঙ্গলবার পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে এই মন্তব্য করেন ট্রাম্প। ২০১৬ সালের মতো পুনরায় তাকে ভোট দিয়ে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে একই দিন ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জো বাইডেনও। করোনা মোকাবিলায় ট্রাম্প পুরোপুরি ব্যর্থ হয়েছেন দাবি করে আগামী নির্বাচনে তাকে বিজয়ী করতে ভোট চেয়েছেন তিনি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন