‘আমি একজন ভয়ানক মিথ্যাবাদী’, স্বীকার করলেন মার্কিন আইনপ্রণেতা

জিবিনিউজ24ডেস্ক//  

যুক্তরাষ্ট্রের সংসদের (কংগ্রেসের) আইনপ্রণেতা জর্জ সান্তোসের বিরুদ্ধ অভিযোগ ওঠেছে, নির্বাচনী হলফনামায় অসংখ্য মিথ্যা তথ্য দিয়েছেন তিনি। এবার এ বিষয়টি নিয়ে একটি টিভি অনুষ্ঠানে কথা বলেছেন জর্জ।

নিজেকে ‘অনেক বড় মিথ্যাবাদী আখ্যা দিয়ে জর্জ জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই মিথ্যা বলে আসছেন তিনি।

টক টিভির উপস্থাপক পিয়ার্স মরগানের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে এ আইনপ্রণেতা দাবি করেছেন, তিনি চাপে পড়ে মিথ্যা বলেছেন। কিন্তু কখনো মানুষকে ‘ঠকানোর জন্য এ কাজ করেননি।’ এর বদলে, ‘স্থানীয়ভাবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেতে মিথ্যার আশ্রয় নিয়েছেন।’

জর্জ সান্তোস যুক্তরাষ্ট্রের সংসদের আইনপ্রণেতা নির্বাচিত হওয়ার কয়েক সপ্তাহ পর প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, তিনি তার শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা নিয়ে মিথ্যা তথ্য দিয়েছেন। এ প্রতিবেদনের পর জর্জের সম্পর্কে আরও তথ্য সামনে আসতে থাকে।

জানা যায়, প্রতারণার অভিযোগে ব্রাজিলে জর্জ বিচারের মুখোমুখি হয়েছিলেন। এছাড়া ক্যাম্পেইনের খরচ, গোল্ডম্যান সাচের হয়ে কাজ করা এবং নিজের স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিয়ে মিথ্যাচার করেছেন।

পিয়ার্স মরগানের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে জর্জ জানিয়েছেন, ‘বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন নিয়ে মিথ্যা বলায়’ তিনি সবচেয়ে বেশি অনুতপ্ত।

পিয়ার্স তাকে জিজ্ঞেস করেন, বিশ্ববিদ্যালয় নিয়ে কেন মিথ্যা বলেছেন? এ প্রশ্নের জবাবে জর্জ বলেছেন, ‘সমাজের কারণে, চাপের কারণে, যেটি আমি অর্জন করতে পারিনি।’

তিনি আরও জানিয়েছেন, ব্যবসায়িক দিক দিয়ে তিনি অনেক সফল। কিন্তু শিক্ষার দিক দিয়ে তার ঘাটতি রয়েছে। আর এ কারণে তিনি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে মিথ্যা বলেছেন।

এছাড়া তিনি দাবি করেছেন, টুইন টাওয়ার হামলার সময় তার মা ওই টাওয়ারের ভেতর ছিলেন। কিন্তু নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, রেকর্ড ঘেটে দেখা গেছে ওই সময় জর্জের মা সেখানে ছিলেন না।

এদিকে জর্জ সান্তোসের বিরুদ্ধে প্রতারণা ছাড়াও এক নারী সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগে তদন্ত চলছে। আইনপ্রণেতার পদ থেকে পদত্যাগ করতে ইতোমধ্যেই তার ওপর চাপ সৃষ্টি হয়েছে।

তিনি পিয়ার্স মরগানকে জানিয়েছেন, যদি জানতেন যে নির্বাচনের পর এসব বিষয় নিয়ে এমন ঝামেলা পড়বেন  তাহলে কখনো নির্বাচনই করতেন না।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন