সুয়েজ খালের রেকর্ড ৫৯৪ মিলিয়ন ডলার আয়

gbn

জিবিনিউজ24ডেস্ক//  

মিশরের সুয়েজ খাল ২০২২ সালের ডিসেম্বরে রেকর্ড ১৮ দশমিক ২ বিলিয়ন মিশরীয় পাউন্ড অর্থাৎ ৫৯৪ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে। আগের মাস নভেম্বরে আয়ের এ অংক ছিল ১৭ দশমিক ৩ বিলিয়ন পাউন্ড।

সুয়েজ খাল কর্তৃপক্ষের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওসামা রাবি জানিয়েছেন, এ ধারাবাহিকতায় আগামী বছরের জন্য আয়ের লক্ষ্যমাত্রা আরেকটু বাড়ানো হয়েছে।

খালটি মিশরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার একটি উৎস। তবে গত বছর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট সংকটের কারণে পণ্য আমদানি-রপ্তানিতে কিছুটা জটিলতা সৃষ্টি হয়।

ওসামা রাবি বলেন, ২০২২ সালে প্রতিদিন গড়ে ৯৩টি জাহাজ ১ দশমিক ৪১ বিলিয়ন টন মালামাল বহন করে গুরুত্বপূর্ণ এ জলপথ অতিক্রম করেছে।

তবে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা পরিস্থিতির মধ্যেও খালটির আয় বেশ আশাব্যঞ্জক বলেও উল্লেখ করেন তিনি।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন