জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হল ঢাকা মেয়র কাপ ২০২৩

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে তৃতীয়বারের মতো জনপ্রিয় ‘ঢাকা মেয়র কাপ আন্ত-ওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩’।

আজ বুধবার (২২ ফেব্রুয়ারি ) বিকাল ৫ টায় রাজধানী ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহী শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে তৃতীয়বারের মতো ‘ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য জিন্নাতুল বাকিয়া, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক মোহাম্মদ হায়দার আলী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, সদস্য মাসুদ সেরনিয়াবাত।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ঢাদসিক ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোকাদ্দেস হোসেন জাহিদ, ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ঢাদসিক ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সদস্য মারুফ আহমেদ মনসুর, ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ঢাদসিক ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সদস্য নাজরুল ইসলাম বাবুল, ৩৮ ম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ঢাদসিক ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সদস্য আহমেদ ইমতিয়াজ মান্নাফী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত আসন-৫ (১৩, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড)-এর ওয়ার্ড কাউন্সিলর ও ঢাদসিক ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সদস্যা সৈয়দা রোকসানা ইসলাম চামেলীসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং ঢাদসিক এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।  

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম বাবুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মোকাদ্দেস হোসেন জাহিদ।

মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, "এই কমলাপুর স্টেডিয়ামে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বয়সী মানুষ বিশেষ করে তরুণ ও ছোট ছোট ছেলে-মেয়েরাও উপস্থিত হয়েছেন। এই প্রতিযোগিতাকে তারা তাদের হৃদয়ের স্পন্দনে পরিণত করেছেন। তাদের হৃদয়ে জায়গা দিয়েছেন। ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা ঢাকাবাসীর হৃদস্পন্দনে পরিণত হয়েছে, ঢাকাবাসী মেয়র কাপকে তাদের হৃদয়ে জায়গা করে দিয়েছে ।

তিনি বলেন, "আমি আশা করব  আরও খেলোয়াড় এই প্রতিযোগিতা থেকে উঠে আসবে। প্রতিটি ওয়ার্ডের সন্তানদেরকে এই প্রতিযোগিতায় নিয়ে আসা আমাদের মূল লক্ষ্য। আজ আমাদের সন্তানেরা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এবং সফলতা এনে দিচ্ছে।"

তিনি আরও বলেন, "সময় টেলিভিশন ডিজিটাল প্লাটফর্মে ঢাকা মেয়র কাপ সরাসরি সম্প্রচার করায় জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া জন্য ধন্যবাদ জানাই। সেই সাথে সকল টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমকে ধন্যবাদ জানাই। গণমাধ্যম প্রথম থেকেই আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, উৎসাহিত করেছেন। আপনারা এই প্রতিযোগিতাকে ঢাকাবাসীর দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন। যার কারণে ঢাকা মেয়র কাপ আজ একটি সফল প্রতিযোগিতায় রূপান্তরিত হয়েছে।"

বক্তব্যের শেষে মেয়র তাপস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটিসহ সকল কাউন্সিলর, কর্মকর্তাবৃন্দকে ধন্যবাদ জানান। এছাড়াও আয়োজনে পৃষ্ঠপোষকতা করায় মধুমতি ব্যাংক লিমিটেড, ওরিয়ন গ্রুপ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, লাবিব গ্রুপ এবং বাফুফে, বিসিবি ও বিবিএফ (বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন)-কে ধন্যবাদ জানান।

সমাপনী অনুষ্ঠানের আগে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ৯ নম্বর ওয়ার্ড বনাম ৩৮ নম্বর ওয়ার্ডের মধ্যকার ফুটবল ফাইনাল খেলাটি ভিআইপি গ্যালারীতে বসে উপভোগ করেন। পরে এবারকার আয়োজনের ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টনের চ্যাম্পিয়ন ও রানার-আপ দল এবং ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য টুর্নামেন্ট  খেলোয়াড়দের হাতে ট্রফি-ক্রেস্ট ও নগদ চেক তুলে দেন।

আজকের ফুটবল ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড এবং হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় খেলা গড়ায় পেনাল্টি শুট-আউট এ। পেনাল্টি শুট-আউটে ৯ নম্বর ওয়ার্ড ৪-২ গোলে ৩৮ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে।

এবারের আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতার প্রতিটি খেলায় ধারাভাষ্য দিয়েছেন জনপ্রিয় ভয়েজ আর্টিস্ট মোহাম্মাদ মাহবুবুর রহমান ও তালুকদার এহসানুল হক সুমন। 

উল্লেখ, গত ৫ জানুয়ারি ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়। আজ সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টন নিয়ে ধারাবাহিকভাবে ৩য় বারের মতো আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি ঘটলো।

এবারের আয়োজনে ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টন; এই তিনটি খেলার প্রতিযোগিতা হয়। ঢাকা দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ড থেকে ৬৪টি দল ফুটবল খেলায়, ৫১টি দল ক্রিকেট খেলায় এবং ৬৪টি দল ব্যাডমিন্টন খেলায় অংশ নেয়। পুরো প্রতিযোগিতাটি ‘নক আউট’ পদ্ধতিতে পরিচালনা করা হয়। এবার মোট ৯টি মাঠে ফুটবল ও ক্রিকেট খেলার সব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ইনডোর স্টেডিয়ামে ও পাঁচটি ওয়ার্ডের উন্মুক্ত স্থানে ব্যাডমিন্টন খেলাগুলো অনুষ্ঠিত হয়েছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন