অ্যাডিনো ভাইরাসে কলকাতার হাসপাতালে কিশোরীর মৃত্যু

  জিবিনিউজ24ডেস্ক//  

করোনাভাইরাসের পর ভারতে উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস। আক্রান্তের সংখ্যা বাড়ায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বাড়ছে। এমনকি হাসপাতালে বেডের সংকটও দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে অ্যাডিনো ভাইরাস আক্রান্ত এক কিশোরীর মৃত্যু হয়েছে।

জানা গেছে, ১৩ বছর বয়সী ওই কিশোরীর বাড়ি পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে। অষ্টম শ্রেণির ছাত্রী ছিল সে। তীব্র জ্বর, সঙ্গে শ্বাসকষ্ট নিয়ে গত ১৩ ফ্রেরুয়ারি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ওই স্কুলছাত্রীকে। অ্যাডিনো ভাইরাসের সংক্রমণের পাশাপাশি পরে তার আরো শারীরিক সমস্যা দেখা দেয়।

 

শীত বিদায় নিয়েছে। ধীরে ধীরে বদলাচ্ছে আবহাওয়া। এই সময়ে  জ্বর, সর্দি, কাশিতে ভোগেন অনেকেই। কিন্তু এবার চোখ রাঙাচ্ছে অ্যাডিনো ভাইরাস। অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। শহরের বেশিরভাগ হাসপাতালেই শিশুদের ওয়ার্ডে বেড খালি নেই। এমনকি এ ভাইরাসে মৃত্যু হয়েছে ৬ জনের!

অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হলে কী উপসর্গ দেখা যাবে?

শিশু বিশেষজ্ঞ দিব্যেন্দু রায়চৌধুরী জানান, সাধারণ ইনফ্লুয়েঞ্জার মতোই জ্বর, মাথাব্যথা, সর্দি-কাশি হয়। তবে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হলে সহজে জ্বর, সর্দি-কাশি কমে না। বরং বাড়তে থাকে ও শ্বাসকষ্ট শুরু হতে পারে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন