পুতিনের পরমাণু চুক্তি স্থগিতের ঘোষণা একটি বিশাল ভুল: বাইডেন

  জিবিনিউজ24ডেস্ক//  

যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার কৌশলগত পারমাণবিক চুক্তি ‘নিউ স্টার্ট’ (স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি) স্থগিতের যে ঘোষণা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দিয়েছেন, তাকে খুবই ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এক রাষ্ট্রীয় সফরে বর্তমানে পোল্যান্ডের রাজধানী ওয়ারশ’তে অবস্থান করছেন বাইডেন। বুধবার সেখানে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় এই ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

ওয়ারশ’তে অপেক্ষমান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি শুধু বলেন, ‘এটা খুবই ভুল একটি সিদ্ধান্ত।’

২০১০ সালে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে ‘দ্য নিউ স্টার্ট’ নামের দ্বিপাক্ষিক কৌশলগত পরমাণু অস্ত্র চুক্তি স্বাক্ষর করে বিশ্বের দুই শীর্ষ পারমাণবিক অস্ত্রধারী রাশিয়া ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর গত বছর এই চুক্তির মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়।

চুক্তিতে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কৌশলগত পারমাণবিক ওয়ারহেড, স্থল ও সাবমেরিন-ভিত্তিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক বোমাবাহী বিমান মোতায়েনের লাগাম টানা হয়।

বিশ্বে বর্তমানে রাশিয়ার কাছে সবচেয়ে বেশিসংখ্যক পারমাণবিক অস্ত্রের মজুত রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশটির কাছে প্রায় ৬ হাজার ওয়ারহেড রয়েছে। নিউ স্টার্ট চুক্তি অনুযায়ী, এই দুই দেশের কেউই এক হাজার ৫৫০টির বেশি কৌশলগত পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করতে পারতো না।

মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘নিউ স্টার্ট’ স্থগিতের ঘোষণা দিয়ে বলেন, ‘পশ্চিমা বিশ্ব ইউক্রেন ইস্যুকে ঘিরে রাশিয়াকে পরাজিত করতে চায়, আমাদের চিরতরে ধ্বংস করতে চায়।’

তিনি আরও বলেন, ‘রাশিয়া এই যুদ্ধ এড়াতে সম্ভাব্য সব কিছু করেছে, কিন্তু এটা (যুদ্ধ) অনিবার্য ছিল। কারণ, ইউক্রেন পশ্চিমের সমর্থন ও সহায়তা নিয়ে ক্রিমিয়া আক্রমণের পরিকল্পনা নিয়েছিল।’

ইউক্রেনের জনগণ কিয়েভে ক্ষমতাসীন সরকার ও পশ্চিমা শাসকদের হাতে জিম্মি হয়ে পড়েছে উল্লেখ করে পুতিন বলেন, ‘তারা স্থানীয় সংঘাতকে বৈশ্বিক সংঘর্ষে রূপান্তর করতে চায়, আমরা এটা বুঝতে পারি এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাব। রাশিয়াকে পরাজিত করা অসম্ভব।’

পুতিনের এই মন্তব্যের জবাবে বুধবার ওয়ারশ’তে বাইডেন বলেন, ‘কোটি কোটি রুশ নাগরিক শান্তিপ্রিয়। তারা কারো সঙ্গে অশান্তি চান না। তাদের বিরুদ্ধে সামরিক অভিযানের কোনও পরিকল্পনাও আমাদের নেই।’

এদিকে, মঙ্গলবার পুতিনের এই ঘোষণার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, ‘নিউ স্টার্ট থেকে রাশিয়ার পিছু হটার সিদ্ধান্ত খুবই দুর্ভাগ্যজনক ও দায়িত্বহীন একটি পদক্ষেপ।’

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন