মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকেঃযুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ইতিমধ্যেই ১ কোটির বেশি আগাম ভোট পড়েছে। ৩ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের তিন সপ্তাহ আগে দেশটির নাগরিকদের ভোট দেওয়ার ক্ষেত্রে এটি নতুন রেকর্ড। ১২ অক্টোবর সোমবার রাতে একটি ট্রেকিং গ্রুপ এই তথ্য জানিয়েছে। ইউএস ইলেকশনস প্রজেক্ট অব ইউনিভার্সিটি অব ফ্লোরিডা তাদের ওয়েবসাইটে জানায়, ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের ১ কোটি ২ লাখ ৯৬ হাজার ১৮০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তারা আরও জানায়, ২০১৬ সালের নির্বাচনের তুলনায় ২০২০ সালের নির্বাচনে আগাম ভোট দেওয়ার এ সংখ্যা অনেক গুণ বেশি। ২০১৬ সালের একই সময়ের সঙ্গে তুলনা করে দেখা গেছে, এবার ২০ শতাংশ বেশি আগাম ভোট পড়েছে। ২০১৬ সালের ১৬ অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় ১৪ লাখ নাগরিক আগাম ভোট দিয়েছিলেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, করোনাভাইরাস মহামারির মধ্যে আগাম ভোটের ধুম পড়েছে এবং এ কারণে ডাকযোগে আগাম ভোট দেওয়ার সংখ্যা বেড়েছে। আগামী ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের মূল ভোট পর্ব সম্পন্ন হবে। বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন