জিবিনিউজ24ডেস্ক//
প্রথমার্ধে এগিয়ে ছিল বার্সেলোনা, দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে ঘুরে দাঁড়ায় ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ পর্যন্ত ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে দুই ব্রাজিলিয়ান ফ্রেড ও অ্যান্তোনির নৈপুণ্যে জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ইউরোপা লিগের দ্বিতীয় লেগে বার্সাকে ২-১ গোলে হারিয়েছে ম্যানইউ। বার্সার হয়ে একমাত্র গোলটি করেন রবার্ট লেভানদোভস্কি।
দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের জয় নিয়ে আসরের শেষ ষোলো নিশ্চিত করেছে রেড ডেভিলরা। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের পর ইউরোপা লিগ থেকেও ছিটকে গেছে কাতালানরা।
ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল এরিক টেন হ্যাগের দলের। খুব কাছ থেকে ব্রুনো ফার্নান্দেজের শট পা দিয়ে ঠেকিয়ে দিয়ে বার্সেলোনার ত্রাতা মার্ক-আন্ড্রে টের স্টেগেন।
আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ জমে ওঠা ম্যাচে ১৮তম মিনিটে লিড পায় বার্সেলোনা। পর্তুগিজ মিডফিল্ডার ফার্নান্দেজ ফাউল করায় পেনাল্টি পেয়েছিল কাতালান ক্লাবটি। সেখান থেকে দারুণ ভাবে কাজে লাগান লেভানদোভস্কি। স্পট কিকে বল জালে জড়ান পোলিশ এই তারকা।
প্রথমার্ধে ছন্দহীন থাকলেও দ্বিতীয়ার্ধের ঠিক শুরুতেই সমতায় ফেরে স্বাগতিকরা। ডি বক্সের মাথায় ফার্নান্দেজের কাছ থেকে বল পেয়ে জাল খুঁজে পান ফ্রেড। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি টের স্টেগেন। ৭৩তম মিনিটে এগিয়ে যায় ইউনাইটেড। গোল করেন অ্যান্টনি।
শেষ দিকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা। তবে বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি হলেও কাজে লাগাতে পারেনি একটিও। এতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর ইউরোপার নকআউট রাউন্ডের প্লে অফেই শেষ হলো তাদের ইউরোপ অভিযান।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন