জিবিনিউজ24ডেস্ক//
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ৪০টি সোনার বার (৪ কেজি ৬৪০ গ্রাম) উদ্ধার করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার রাতে বিমানবন্দর সূত্রে এই তথ্য জানা যায়।
কাস্টমস জানায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অভিযানে শাহজালাল বিমানবন্দরের ১৭ নম্বর বে’ এর পাশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তল্লাশি চালানো হয়। মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে আসা বিজি ১২২ ফ্লাইটটির টয়লেটের আয়নার পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় স্কচটেপে মোড়ানো অবস্থায় সোনার বারগুলো পাওয়া যায়।
এসব সোনার বাজারমূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন